চলতি মাসেই আসছে হুয়াওয়ের কমদামি ফাইভজি ফোন
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ১২ জুন, ২০২০
চীনা স্মার্টফোন কোম্পানি হুয়াওয়ে নতুন ফোন উন্মোচনের তোড়জোড় শুরু করলো। মনে করা হচ্ছে যে কোম্পানি আগামী ২৪ জুন হুয়াওয়ে ইনজয় ২০ প্লাস উন্মােচন করবে। এই ফোনটি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সাথে আসতে পারে।
গতকাল চীনা মাইক্রোব্লগিং সাইট Weibo তে এই ফোনের উন্মোচনের তারিখ জানানো হয়। এটি কোম্পানির মিড রেঞ্জে আসা ফাইভজি ফোন হবে।
ফোনে পিছনের ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও থাকবে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। পাওয়ারের জন্য এতে ৪,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।