ইউআইটিএস-এ বসন্তকালীন সেমিস্টার ২০২৫-এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বসন্তকালীন সেমিস্টার ২০২৫-এর শিক্ষার্থীদের নবীনবরণ অদ্য ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২৫ খ্রি. সকাল ১০:০০ টায় রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোন সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ারে অনুষ্ঠিত হয়। বিজনেস অনুষদের সম্মানিত ডিন ড. ফারুক হোসেন-এর সভাপতিত্বে ও রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।
মাননীয় উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদেরকে তাদের এবং তাদের পিতামাতার উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য স্বাগত জানানোর পাশাপাশি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে নবীন শিক্ষার্থীদেরকে নতুন পরিবেশের সাথে পরিচিত করানোর জন্য। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক, শিক্ষানুরাগী আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান এমন একজন ব্যক্তি যিনি আলোকিত মানুষ তৈরির কারখানা হিসেবে এবং সমাজকে সুন্দরভাবে তৈরি করার জন্য ২০০৩ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চারিত্রিক বৈশিষ্ট্য ও মানবিক গুণাবলী যেন একজন প্রকৃত মানুষের মতো হয় সেটাই হলো তাঁর এবং এই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য। মাননীয় উপাচার্য আরও বলেন বিভিন্ন অনুষদের বিভাগের জন্য যে বিশেষ সুয়োগ সুবিধা থাকার প্রয়োজন তা ইউআইটিএস-এ বিদ্যমান রয়েছে। যে সকল চলমান বিষয় রয়েছে তা প্রতিনিয়ত উন্নত করা হচ্ছে। তিনি শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম। এ সময় আলোচনাপর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকর্নিদেশনামূলক বক্তব্য রাখেন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম ও অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা এডভোকেট মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নওশাদ বিন কামাল এবং না’তে রাসুল (সা.) পরিবেশন করেন আব্দুল মুস্তাকিম মুবিন। এ সময় শিক্ষার্থীদের মাঝ থেকে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন আফিয়া নওশিন আনিকা (সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ), এ বি এম তাহসান অমি (বিজনেস অনুষদ), ফাহমিদা সাঈদ হৃদী (লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদ), ও জুয়েনা জেরিন ইসলাম (আইন অনুষদ)।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম শরীফ, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সস অনুষদের ডিন জনাব সৈয়দা আফসানা ফেরদৌসী, আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ড. মোঃ নাহিদুল ইসলাম, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) জনাব শুভ দাস ও বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী-সহ নবীন শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং প্রত্যেক অনুষদ থেকে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারীদের (মোঃ ইয়ামিন আজিম, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ, বৈশাখী আক্তার রিপা, বিজনেস অনুষদ, মোঃ আসিফ ইকবাল, আইন অনুষদ এবং নাঈমা ইসলাম তিশা, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদ) পুরষ্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।
পরে অনুষ্ঠানের সভাপতি নবীন শিক্ষার্থীদেরকে স্বাগত জানান ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং যারা অনুষ্ঠানটি আয়োজন ও সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।