ওমরা করতে মক্কায় বর্ষা
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১০ মার্চ, ২০২৫
ওমরা পালনের জন্য সৌদি আরবের মক্কায় উড়ে গেলেন ঢাকাই সিনেমার নায়িকা আফিয়া নুসরাত বর্ষা।
রবিবার (৯ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুকে ওমরা পালনের চারটি ছবি পোস্ট করেন বর্ষা। ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, “আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন, আমিন। আমার আত্মাটা রেখে গেলাম। ইনশাআল্লাহ আবার ফিরে আসব।”
গত ৬ মার্চ ওমরা পালনের উদ্দেশে পবিত্র নগরী মক্কায় গিয়েছেন বর্ষা। ওমরা পালন শেষে আগামী ১৩ মার্চ ঢাকায় ফিরবেন বলে জানান এই নায়িকা।
সর্বশেষ ২০২৩ সালে ‘কিল হিম’ সিনেমায় দেখা যায় বর্ষাকে। অ্যাকশন ঘরানার সিনেমাটিতে অনন্ত জলিলের সঙ্গে পর্দা ভাগ করে নেন বর্ষা। এটি পরিচালনা করেন মোহাম্মদ ইকবাল। অনন্ত-বর্ষা জুটির ‘নেত্রী দ্য লিডার’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।