নারীর পাশে স্বপ্ন
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ১৭ মার্চ, ২০২৫
নারীরা দেশের বিভিন্ন স্থানে অনেক সময় দুর্বৃত্তদের হামলা, হয়রানি বা অশোভন আচরণের শিকার হয়ে থাকেন। এবার সেইসব ঘটনা থেকে নিরাপত্তা দিতে নারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে দেশের চেইন সুপারশপ স্বপ্ন।
রোববার (১৬ মার্চ) স্বপ্ন তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেয়।
স্বপ্ন তাদের ফেসবুকে লিখেছে- ‘পথে ঘাটে যদি কোনো নারী অশোভন আচরণের শিকার হন বা বিপদ আঁচ করতে পারেন তাহলে নিকটস্থ স্বপ্ন আউটলেটে আশ্রয় নিন। আপনাকে সহযোগিতা করতে পাশে থাকবে স্বপ্ন।’
ফেসবুকে স্বপ্ন এমন পোস্ট দেওয়ার পর বিষয়টি রীতিমতো ভাইরাল হয়। রাত ৮টার দিকে ঐ পোস্ট দেওয়ার পর মাত্র কয়েক ঘণ্টায় ২৫ হাজার লাইক, ১২০০ কমেন্ট ও ১২০০ ওপরে শেয়ার হয়। বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারীই বিষয়টিকে ইতিবাচক উল্লেখ করে স্বপ্নকে ধন্যবাদ জানিয়েছে।
এ বিষয়ে চেইন সুপারশপ স্বপ্ন–এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাব্বির হাসান নাসির বলেন, নারী মানেই সম্মানের। নারীরা মায়ের জাতি। সব সময় তাদের সম্মান দেওয়া উচিত। যে জাতি নারীদের সম্মান দিতে জানে না, তাদের ভবিষ্যৎ অন্ধকার। ফলে সব সময়ই নারীদের নিরাপত্তা ও তাদেরকে সম্মান জানানো উচিত। আমরাও আমাদের জায়গা থেকে ছোট্ট পরিসরে হলেও এই উদ্যোগটি নিয়েছি। সব জায়গায় নারীদের নিরাপদ রাখতে আমরা আমাদের সাধ্যমতো কাজ করতে চাই।