সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আকিকুর রহমান মারা গেছেন

সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য মো. আকিকুর রহমান মারা গেছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মো. আকিকুর রহমান সাউথইস্ট ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকেই উদ্যোক্তা পরিচালক হিসেবে যুক্ত ছিলেন। তিনি ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংকের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪৫ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের নবারুণ জেলার সুনারপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মো. আজিজুর রহমান ও মাতা মরহুম নজিবুন্নেছা।

ব্যাংক পরিচালনার পাশাপাশি তিনি যুক্তরাজ্যের আরএআর ইনভেস্টমেন্ট লিমিটেড ও ডরকিং মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি আরএআর হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

সাউথইস্ট ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, মো. আকিকুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হচ্ছে। মহান আল্লাহ তাকে জান্নাত দান করুন—এ প্রার্থনা করেছেন তার পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

পাঠকের মন্তব্য