মালয়েশিয়ায় ৪৫+ উদ্যোক্তাদের নিয়ে জেসিআই ঢাকা ফাউন্ডার্সের দ্বিতীয় আন্তর্জাতিক রিট্রিট ও সাধারণ সভা অনুষ্ঠিত
- 
                            	
                             - - নিউজ -
 - ডেস্ক --
 - ৬ মে, ২০২৫
 
জেসিআই ঢাকা ফাউন্ডার্স তাদের দ্বিতীয় আন্তর্জাতিক রিট্রিট ও সাধারণ সভা (GMM 2) মালয়েশিয়ায় সফলভাবে আয়োজন করেছে। এই আয়োজনে বাংলাদেশ থেকে ৪৫ জনেরও বেশি উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধাররা অংশগ্রহণ করেন।
২৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই সফরটি মালয়েশিয়ার পেনাং শহরে অনুষ্ঠিত হয় এবং এতে নেতৃত্ব বিষয়ক আলোচনা, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক নেটওয়ার্কিং একত্রে মিলে এক অসাধারণ অভিজ্ঞতা তৈরি করে। প্রতিনিধি দলটি ২০২৫ জেসিআই মালয়েশিয়া এরিয়া নর্থ কনভেনশন-এ অংশগ্রহণ করে, যা বাংলাদেশের কোনো স্থানীয় জেসিআই চ্যাপ্টারের অন্যতম সফল আন্তর্জাতিক অংশগ্রহণ হিসেবে চিহ্নিত হয়।
জেসিআই ঢাকা ফাউন্ডার্স মূলত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (JCI) নামে একটি আন্তর্জাতিক সংগঠনের অংশ, যেখানে ১৮-৪০ বছর বয়সী তরুণ এবং সক্রিয় নাগরিকরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে। জেসিআই ঢাকা ফাউন্ডার্স অন্য বাকী সংগঠন গুলো থেকে কিছুটা আলাদা – এই সংগঠনের সদস্যরা সবাই উদ্যোক্তা, যাঁরা নেতৃত্ব, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবের মাধ্যমে একে অপরকে ও সমাজকে এগিয়ে নিতে একত্রে কাজ করেন।
দেশের বদলে বিদেশে সাধারণ সভা আয়োজন এইবারই প্রথম না। ৬৫+ সদস্যের এই এক্সক্লুসিভ সংগঠনটি ২০২৪ সালে নেপালের পোখরায় প্রথম আন্তর্জাতিক রিট্রিট আয়োজন করেছিল, যা জেসিআই বাংলাদেশের ইতিহাসে প্রথম বিদেশে আয়োজিত GMM হিসেবে নতুন দিগন্ত উন্মোচন করেছিল।
এই রিট্রিটের প্রধান সংগঠক ছিলেন আফসানা রহমান, ২০২৫ সালের লোকাল ভাইস প্রেসিডেন্ট, যিনি নেপাল ও মালয়েশিয়া উভয় ট্রিপের নেতৃত্ব দেন। তার নেতৃত্বে ও বর্তমান বোর্ডের সহায়তায় এই আয়োজনটি উদ্যোক্তাদের জন্য একটি গ্লোবাল লার্নিং ও কানেকশনের প্ল্যাটফর্মে পরিণত হয়।
রিট্রিটের বিশেষ আকর্ষণ ছিল “Inside the Founder’s Mind – AI and the Way Forward” নামে একটি সেশন, যা পরিচালনা করেন জেসিআই ঢাকা ফাউন্ডার্সের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্বনামধন্য উদ্যোক্তা এম আসিফ রহমান। এই সেশনে ভবিষ্যৎ নেতৃত্ব ও AI প্রযুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এই রিট্রিটে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ফাউন্ডার্স এর ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট এস এম মেহেদী হাসান, জেসিআই বাংলাদেশের জাতীয় ভাইস প্রেসিডেন্ট নাহিদ হাসান, ও বেশির ভাগ বোর্ড সদস্য ও সাধারণ সদস্যরা—যারা প্রত্যেকেই বাংলাদেশে প্রতিষ্ঠিত কোম্পানির কর্ণধার।
জেসিআই ঢাকা ফাউন্ডার্স একটি এমন প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রমাণ করে চলেছে যেখানে উদ্যোক্তারা একে অপরকে সমর্থন, নেতৃত্বে অনুপ্রেরণা দেন এবং গ্লোবাল পার্টনারশিপের সুযোগ তৈরি করে। তারা একসাথে গড়ে তুলছে একটি উন্নয়নমুখী, সংযুক্ত ও মানবিক নেতৃত্বের নতুন ভবিষ্যৎ।