প্রিমিয়ার ব্যাংক কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত
- 
                            	
                             - - নিউজ -
 - ডেস্ক --
 - ৬ মে, ২০২৫
 
প্রিমিয়ার ব্যাংক কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিতবৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানে সম্প্রতি "দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি"র স্থানান্তরিত কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার কুমিল্লা সেনানিবাস এলাকার গোমতী টাওয়ার এর দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি শাখায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দি প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী, এসইভিপি এবং অপারেশনস বিভাগের প্রধান মোঃ নাকিবুল ইসলাম; এসইভিপি এবং মানব সম্পদ বিভাগের প্রধান মামুন মাহমুদ; ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মো. তারেক উদ্দিন ও এভিপি এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখার ব্যবস্থাপক মুহাম্মদ তারেকুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী কে হোসেন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মো: কামাল হোসেন, মেসার্স তাওসীফ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী গাজী মো. রাসেল কন্ট্রাক্টর, একতা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. মনির হোসেন, সততা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি স্বত্বাধিকারী মো. মাহফুজ, মেসার্স কাজী এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী কাজী মো. আমির হোসেন, মেসার্স এস উদ্দিন ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. শাহাব উদ্দিন, ময়নামতি সুপার মার্কেট এর আহ্বায়ক মোঃ শাহ আলম বাবলু, গোমতী টাওয়ার এর ভারপ্রাপ্ত আহবায়ক হাজী ইউসুফ, কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সালাহ উদ্দিন, কর্ণফুলী ট্রেডার্স এর স্বত্বাধিকারী কাউসার আহমেদ, তৌসিফ মৎস্য এন্ড ফিসারিস এর স্বত্বাধিকারী আব্দুল কাদের জিলানী, সততা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ মাকসুদুর রহমান, মেসার্স ফরিদ গ্লাস এন্ড থাই হাউস এর স্বত্বাধিকারী মো. সুমন, একতা ট্রেডিং এর স্বত্বাধিকারী মো. গোলাম জুবায়ের, মেসার্স আজাদ কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আজাদ মোস্তফা সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন হওয়া স্থানান্তরিত কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখায় (কুমিল্লার কোতোয়ালী মডেল থানা, গোমতী টাওয়ার-এর নিচতলায়) পুরোদমে ব্যাংকিং সেবা চালু হয়েছে।