এইচএসসি-২০২৫ পরীক্ষার্থীদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শুভ কামনা
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৩১ মে, ২০২৫
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত “Meet the HSC Students” প্রোগ্রাম গাজীপুরের টংগীতে ২৮ মে, বুধবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন কলেজের প্রায় ১০০০ এইচএসসি-২০২৫ পরিক্ষার্থী, এবং প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালসহ সকল শিক্ষকগন উপস্থিত ছিলেন। কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন আউটরিচ এন্ড এক্সটার্নাল এফেয়ার'স ডিরেক্টর এবং প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব পালন ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এডমিশন ও পাবলিক রিলেশন্স ডিপার্টমেন্ট এর ডেপুটি ডিরেক্টর এন্ড হেড জনাব জাহিদ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংগী পাইলট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল, সাথে ছিলেন অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। আনন্দময় প্রোগ্রামটি সমন্বয়ের দায়িত্বে ছিলেন আউটরিচ এর কোওর্ডিনেটর ইমদাদুল হক।
উপস্থিত বক্তাগন বলেন, এইচএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ভবিষ্যতের উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের ভিত্তি এই পরীক্ষার উপর অনেকাংশেই নির্ভর করে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বিশ্বাস করে, তোমাদের নিষ্ঠা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম এই পরীক্ষায় সাফল্যের দ্বার খুলে দেবে।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পক্ষ থেকে ভবিষ্যতের এই আলোকিত প্রজন্মের জন্য শুভ কামনায় বলা হয়, "আমরা পরীক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে চাই, যাতে তারা আত্মবিশ্বাস ও ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে পারে। একই সঙ্গে অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই—এই সময়টিতে পরীক্ষার্থীদের পাশে থাকুন, তাদের মানসিক শক্তি জোগান।" সমাপনীতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলা হয়, "তোমাদের স্বপ্ন সফল হোক, ভবিষ্যত হোক আরও উজ্জ্বল ও সম্ভাবনাময়।"