মার্কেন্টাইল ব্যাংকের ২৬ বছর পূর্তি উদযাপন
- 
                            	
                             - - নিউজ -
 - ডেস্ক --
 - ২ জুন, ২০২৫
 
মার্কেন্টাইল ব্যাংক প্রতিষ্ঠার ২৬ বছর পূর্তি উদযাপন করেছে।
ব্যাংকটির প্রধান কার্যালয়ে কেক কেটে বছর পূর্তি উদযাপনের কথা সোমবার ব্যাংক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক পরিচালক ও ঊর্ধ্বতন নির্বাহীদের নিয়ে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। অন্যান্য শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সকল বিভাগেও কেক কাটা হয়।
আনোয়ারুল হক বলেন, গত ২৬ বছরের কঠোর পরিশ্রমে মার্কেন্টাইল ব্যাংক একটি টেকসই ও প্রথম সারির ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও করপোরেট সুশাসনকে গুরুত্ব দিয়ে গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি দেন তিনি।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান বলেন, “চলতি বছর খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে কৃষি ও এসএমই খাতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে দেশের প্রত্যন্ত জনপদে শাখা-উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেট স্থাপন অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), মো. আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, পরিচালক মোশাররফ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা, মো. জাহিদ হোসেন, তাপস চন্দ্র পাল, এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মো. আব্দুল হালিম উপস্থিত ছিলেন।