মট্রোরেলের ৩টি স্টেশনে মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
- 
                            	
                             - - নিউজ -
 - ডেস্ক --
 - ৩ জুন, ২০২৫
 
মেট্রোরেলের মতিঝিল, ঢাকা ইউনিভার্সিটি ও ফার্মগেট স্টেশনে মার্কেন্টাইল ব্যাংকের ৩টি এটিএম বুথ সেবা চালু করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান আজ আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এটিএম বুথগুলো উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা ও ড. মোঃ জাহিদ হোসেন, এসইভিপি শাহ্ মোঃ সোহেল খুরশীদ, ইভিপি ও সিটিও মুহাম্মদ মাহমুদ হাসান এবং এসভিপি ও হেড অব কার্ডস মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসব বুথ থেকে মেট্রোরেলে চলাচলকারী যাত্রীরা প্রয়োজনমতো নগদ টাকা উত্তোলন, ব্যালেন্স জানা, মোবাইল রিচার্জ, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের পেমেন্ট, বিকাশ ক্যাশ আউট, পিন পরিবর্তন ও মিনি স্টেটমেন্ট সেবাও গ্রহণ করতে পারবেন।