বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষ্যে ইস্টার্ন ব্যাংকের সপ্তাহব্যাপী কর্মসূচী

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপনকে কেন্দ্র করে ইস্টার্ন ব্যাংক সপ্তাহব্যাপী এক বৈচিত্র্যময় কর্মসূচীর উদ্যোগ নিয়েছে। এর থীম হচ্ছে ‘নিজের ঘর থেকেই প্রকৃত পরিবর্তনের শুরু’। 

এই কর্মসূচীর অন্যতম একটি উদ্যোগ হলো ইন হাউজ কালচার ডেভেলপমেন্ট সেশন। এই উদ্যোগের অধীনে ব্যাংকের গ্রীন চ্যাম্পিয়ন অর্থাৎ, যেসকল এমপ্লয়ী এবং দল পরিবেশ বান্ধব অনুশীলনে অগ্রণী ভূমিকা পালন করছে, তাদেরকে স্বীকৃতি প্রদান করা হবে। 

গতকাল, ২ জুন ব্যাংকের প্রধান কার্যালয়ে সপ্তাহব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, “ব্যাক্তি বা প্রতিষ্ঠান উভয়ের ক্ষেত্রেই প্রকৃত পরিবর্তন শুরু হয় নিজের ঘর থেকে”। তিনি আরও উল্লেখ করেন, “দীর্ঘ এই কর্মসূচীর মাধ্যমে টেকসই ব্যাংকিং এবং পরিবেশ সুরক্ষায় ব্যাংকের অব্যহত অঙ্গীকারের পুনর্ব্যাক্ত হয়েছে”। 

গ্রীন কাস্টোমার এপ্রিসিয়েশন উদ্যোগের অধীনে ইবিএল রিলেশনশীপ ম্যানেজার এবং বিজনেস ইউনিটগুলোর প্রতিনিধিরা ব্যাক্তিগত ভাবে গ্রীন গ্রাহকদের ভিজিট এবং পরিবেশ বান্ধব উপহার প্রদান করবেন। সবুজ ও প্লাস্টিক মুক্ত ভবিষ্যতের অভিন্ন ভিশনের প্রতীক হিসেবে গ্রাহকদের জীবন্ত গাছের চারা, হাতে তৈরি মাটির সামগ্রী এবং বায়োডিগ্রেডেবল বিভিন্ন প্রয়োজনীয় ও ব্যবহার্য জিনিস উপহার হিসেবে নির্বাচিত করা হয়েছে। 

এছাড়াও, সপ্তাহব্যাপী কর্মসূচীর অধীনে সামাজিক মাধ্যমে একটি আলাদা ক্যাম্পেইন পরিচালনা করা হবে যার লক্ষ্য হলো পরিবেশ সুরক্ষা কর্মসূচীতে যুক্ত হওয়ার জন্য সকলকে উদ্বুদ্ধ করা। 

কর্মসূচীটি পালনের মাধ্যমে একটি দায়িত্বশীল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ইস্টার্ন ব্যাংক পরিবেশ সচেতন সংস্কৃতি এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করার প্রচেষ্টা চালাবে। ব্যাংকের সকল কার্যক্রমে বিভিন্ন টেকসই উদ্যোগকে সমন্বিত করা হয়েছে যেমন গ্রীন অর্থায়ন, এনার্জী দক্ষতা, ই-লার্নিং, পেপারমুক্ত সল্যুশন ইত্যাদি। 

পাঠকের মন্তব্য