এফডিআই আকৃষ্ট করতে ফরাসী প্রতিনিধি দলের সঙ্গে ইস্টার্ন ব্যাংকের আলোচনা

গতকাল, ১৭ জুন একটি উচ্চপর্যায়ের ফরাসী প্রতিনিধি দল ঢাকাস্থ ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয় ভিজিট করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতে অবস্থিত ফরাসী দূতাবাসের অধীনে কার্যক্রম পরিচালনাকারী বাংলাদেশ ও ভারত বিষয়ক আঞ্চলিক অর্থনৈতিক বিভাগের আর্থিক উপদেষ্ঠা (দক্ষিণ এশিয়া) ডেভিড কারমুনি। তিনি এতদঞ্চলে ব্যাংক দাঁ ফ্রান্সেরও প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতা জোরদারের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে প্রতিনিধি দলটি ইবিএল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। 

প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন একই বিভাগের আঞ্চলিক উপ-অর্থ উপদেষ্ঠা এলেনা পমস এবং ঢাকাস্থ ফরাসী দূতাবাসের অর্থনীতি বিভাগের উপ-প্রধান এম. ইয়ান রিজেল। 

বৈঠককালে বাংলাদেশের বিকাশমানের ব্যাংকিং খাতের চিত্র, বিনিয়োগ পরিবেশ এবং আর্থিক খাতে চলমান সংস্কার বিষয় নিয়ে উভয় পক্ষ বিশদ আলোচনা করে। টেকসই অর্থায়ন, বানিজ্য সুবিধা বৃদ্ধি ও আর্থিক উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আলোচনায় বিশেষ গুরুত্ব লাভ করে। 

ইস্টার্ন ব্যাংকের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন এবং রিয়াদ মাহমুদ চৌধুরী; উপ-ব্যবস্থাপনা পরিচালক মেহদী জামান এবং কম্যুনিকেশন্স ও এক্সটার্নাল এফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিমসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ। 


 

পাঠকের মন্তব্য