মুশফিকের আউটের পরই গলে বৃষ্টির হানা
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ২১ জুন, ২০২৫
প্রথম ইনিংস- বাংলাদেশ: ৪৯৫/১০ শ্রীলঙ্কা: ৪৮৫/১০
ফিফটি থেকে মাত্র ১ রান দূরে ছিলেন মুশফিক। এ সময় দূর্ভাগা রানআউটের শিকার অভিজ্ঞ এই ব্যাটার। ৪৯ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপরই গলে বৃষ্টির হানা। তার আউটে ভাঙে ১০৯ রানের জুটি। এর আগে ১৬৭ বলে শান্তর সঙ্গে গড়া জুটির শতরান পূর্ণ হয়। শান্ত ৮৯ রানে অপরাজিত আছেন।
দ্রুত রান তোলার চেষ্টায় শান্ত-মুশফিক
দ্রুত রান তোলার চেষ্টায় শান্ত-মুশফিক। দিনের শুরুতেই বাংলাদেশের লিড দুইশ পেরিয়ে যায়। ফিফটি নিয়ে দিন শুরু করা শান্ত ও মুশফিক দুজনেই সুযোগ পেলেই রান বের করার চেষ্টা করছেন। জয়ের জন্য চিন্তা করলে আক্রমণাত্বক ব্যাটিংয়ের বিকল্প নেই। দুজনের জুটির ফিফটি হয় ৮২ বলে।
মাঠে বাংলাদেশ
লিড বাড়ানোর আশায় গল টেস্টের পঞ্চম দিনের খেলায় মাঠে বাংলাদেশ। ১৮৭ রানের লিড নিয়ে মাঠে নেমেছেন দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্ত। শান্ত ৫৬ ও মুশফিক ২২ রানে দিন শুরু করেন।
শান্তর ফিফটিতে দিনের ইতি, বাংলাদেশের লিড ১৮৭
চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৭৭। লিড ১৮৭।
তখন মাত্র ১ ওভার বাকি। তারিন্দুকে চার মেরে ১০৬ বলে ফিফটির দেখা পান শান্ত। এক বল ডট দিয়ে আবারও চার মারেন। পরের ওভারে মাত্র ২ রান আসে। এরপরই চতুর্থ দিনের খেলার ইতি। শান্ত ৫৬ ও মুশফিক ২২ রানে অপরাজিত আছেন। দুজনের জুটি থেকে আসে ৪৯ রান। ৭৬ রান করেন সাদমান। এর আগে বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে খেলতে নেমে শ্রীলঙ্কা দ্বিতীয় সেশনের শুরুতে অলআউট হয় ৪৮৫ রানে। নাঈম একাই নেন ৫ উইকেট।