ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মওলা গ্রেফতার
- 
                            	
                             - - নিউজ -
 - ডেস্ক --
 - ২৩ জুন, ২০২৫
 
ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (২৩ জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, “মুহাম্মদ মনিরুল মওলার বিরুদ্ধে মামলা রয়েছে। গ্রেফতারের পর তিনি বর্তমানে ডিবি হেফাজতে আছেন এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”