মিডল্যান্ড ব্যাংকের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

দেশের চতুর্থ প্রজন্মের প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক হিসেবে গত শুক্রবার বাণিজ্যিক কার্যক্রমের ১২তম বছর সম্পন্ন করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি)।

এ উপলক্ষে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান। অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানেরা অংশগ্রহণ করেন।

ব্যাংকের ১২ বছরের সফল পথচলার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান মো. আহসান-উজ জামান। গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘গত বছরগুলোতে আমরা ব্যাংকিং সেবা ও পণ্য উদ্ভাবনে সব সময় অগ্রগামী ছিলাম। আমাদের মূল্যবান গ্রাহকদের বহুমাত্রিক ব্যাংকিং চাহিদা পূরণের লক্ষ্যে আমরা নতুন নতুন পণ্য ও সেবা চালু করেছি।’ তিনি আরও বলেন, ‘প্রযুক্তিনির্ভর সমাধান বাস্তবায়নে মিডল্যান্ড ব্যাংক সব সময়ই অগ্রণী। আমাদের ডিজিটাল ব্যাংকিং সেবার অগ্রগতির ধারাবাহিকতায় বিভিন্ন ডিজিটাল সেবা চালুর মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য এমন একটি ব্যাংকিং অভিজ্ঞতা তৈরি করেছি, যা ঘরে বসেই গ্রাহকের ব্যক্তিগত ব্যাংকিং চাহিদা পূরণে সহায়ক।’

প্রধান কার্যালয় ছাড়াও দেশের সব শাখা, উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং সেন্টারে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের নিয়ে দিনটি নানা আয়োজনে উদ্‌যাপন করা হয়।

পাঠকের মন্তব্য