১২ বছর পর গজমহল ট্যানারি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ও মিলনমেলা
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২৯ জুন, ২০২৫
"পুরোনো দিনের স্মৃতিতে নতুন করে ফিরে যাই” – এই স্লোগান শুধু একটি বাক্য নয়, যেন শত শত প্রাক্তন শিক্ষার্থীর হৃদয়ের ভাষা হয়ে উঠেছিল গত শনিবার| দীর্ঘ ১২ বছর পর গজমহল ট্যানারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ প্রাণ ফিরে পেল দ্বিতীয় পুনর্মিলনী ও মিলনমেলার স্পন্দনে|
রাজধানীর ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অডিটরিয়ামে দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন ১৯৯৬ ব্যাচ থেকে ২০২২ ব্যাচের প্রায় পাঁচ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী| প্রিয় মুখ, প্রিয় শিক্ষক আর হারিয়ে যাওয়া দিনের গল্পগুলো যেন আবার জীবন্ত হয়ে উঠেছিল এই মিলন মেলায়।
সকালের আলো ফুটতেই শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপর একে একে তানভীর আহমেদ ও ত্বমির উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য, শিক্ষক- শিক্ষার্থীদের স্মৃতিচারণা, আজীবন সম্মাননা প্রদান, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাফেল ড্র ও কনসার্টে মুখর হয়ে ওঠে গোটা আয়োজন | অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক সুফিয়া খাতুনকে আজীবন সম্মাননা প্রদান | চোখে জল আর কণ্ঠে কম্পন নিয়ে তিনি বলেন, “আজ আমার শিক্ষার্থীরা আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার দিয়ে দিল
দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন- যুগান্তর পত্রিকার ডেপুটি চিফ রিপোর্টার ও স্পেশাল করেসপন্ডেন্ট মো. মিজানুর রহমান চৌধুরী, ড্রিম ওয়ার্ল্ড গ্রুপের এমডি মো. আবুল হাশেম, হাইটেক লেদার কমপ্লেক্স লিমিটেডের এমডি মো. মোজাফফর হোসেন (মুজি), ক্রিসেন্ট ট্যানারির পরিচালক মো. ইব্রাহীম ভুট্টো ও স্টোক লট লেদারের প্রতিষ্ঠাতা মো. ওয়াদুদ আলী প্রমুখ ।