স্টার্টআপ কোম্পানি ৪% সুদে ৮ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবে

দেশের স্টার্টআপ কোম্পানিগুলোর এখন থেকে ৪ শতাংশ সুদে ৮ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবে। আগে সর্বোচ্চ ঋণ পেত ১ কোটি টাকা। এ খাতের অর্থায়নে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর মুনাফার অর্থ দিয়ে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার তহবিল গঠন করেছিল। সে তহবিল থেকে এ ঋণ দেওয়া হবে।   

স্টার্টআপ খাতে অর্থায়ন সহজ করতে বাংলাদেশ ব্যাংক বুধবার  এ-সংক্রান্ত নীতিমালা জারি করেছে। এতে বলা হয়েছে, ২১ বছরের বেশি বয়সের উদ্যোক্তারা এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। এই ঋণ পেতে ক্রেডিট রেটিং সিস্টেম বা ঋণমান ব্যবস্থা পরিপালনের কোনো বাধ্যবাধকতা থাকবে না। ফলে তহবিল পাওয়াটা সহজ হবে। 

নীতিমালায় বলা হয়েছে, দুই বছরের কম বয়সী উদ্যোগে ২ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। ২ থেকে ৬ বছর বয়সী উদ্যোগে ৫ কোটি টাকা ও ৬ থেকে ১২ বছর বয়সী উদ্যোগে ৮ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। এ ছাড়া মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সম্ভাবনাময় উদ্ভাবনী উদ্যোগ এবং গ্রাহক চাহিদা পূরণে সক্ষম ও কার্যকর উদ্যোগে প্রাথমিক পর্যায়ে ২ কোটি টাকা পর্যন্ত মূলধন জোগান দেওয়া যাবে। প্রবৃদ্ধি পর্যায়ে প্রমাণিত ও প্রতিষ্ঠিত গ্রাহক এবং আয় করছে এমন উদ্যোগে ৫ কোটি টাকা মূলধন বিনিয়োগ করা যাবে। উচ্চ প্রবৃদ্ধি ও বিস্তৃতিযোগ্য পর্যায়ে আছে, এমন উদ্যোগ প্রাথমিক অর্থায়ন গ্রহণের পর পণ্য বা সেবা ব্যাপক গ্রহণযোগ্যতা পেলে ৮ কোটি টাকা পর্যন্ত মূলধন বিনিয়োগ করা যাবে। মূলধন বিনিয়োগ নেওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কীভাবে চলবে, তা-ও সুনির্দিষ্ট করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রসঙ্গত, স্টার্টআপ বলতে এক বা একাধিক উদ্যোক্তার উদ্যোগে গঠিত এমন প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক বা শিল্প উদ্যোগ বা দেশি-বিদেশি যৌথ উদ্যোগকে বোঝাবে, যা সম্ভাবনাময়, বিস্তৃতযোগ্য এবং নতুন ও উদ্ভাবনী কোনো পণ্য উৎপাদন বা সেবায় সক্রিয় ভূমিকা রাখছে।

পাঠকের মন্তব্য