সৌদি আরবে শুরু হয়েছে এমিরেটসের এ৩৫০ সেবা
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১০ জুলাই, ২০২৫
এমিরেটস ৮ জুলাই থেকে দাম্মাম রুটে তাদের সর্বাধুনিক এয়ারবাস এ৩৫০ বিমানের নিয়মিত ফ্লাইট চালু করেছে। সৌদি আরবে এমিরেটসের প্রথম এ জাতীয় ফ্লাইট সেবা। পরিচালিত প্রথম গন্তব্য।
তিন শ্রেনী বিশিষ্ট এমিরেটসের নতুন প্রজন্মের এ৩৫০ বিমানটিতে মোট ৩১২টি আসন রয়েছে- ৩২টি লাই-ফ্ল্যাট বিজনেস শ্রেনী আসন , ২১টি প্রিমিয়াম ইকোনমি, এবং ২৫৯টি ইকোনমি শ্রেনী আসন। এ৩৫০ এর অভ্যন্তরীণ নকশা স্বল্প ও মধ্য পাল্লার ফ্লাইটে আরও আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করবে। এর অন্যতম বৈশিষ্ট হলো প্রশস্ত ও শান্ত কেবিন, উচ্চ ছাদ এবং যাত্রী আসনের আরামদায়ক বিন্যাস।
যাত্রীরা এমিরেটসের বিশ্বখ্যাত ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট (রপব), আরামদায়ক আসন, প্রশান্তিদায়িক লাইটিং এবং উচ্চ গতির ওয়াই-ফাই সুবিধা পাচ্ছেন।
বর্তমানে এমিরেটস সৌদি আরবের চারটি প্রধান শহর Ñ রিয়াদ, জেদ্দা, মদিনা ও দাম্মাম Ñ এ প্রতিদিন একাধিক ফ্লাইট পরিচালনা করছে। এসব রুটে ফ্লাইট পরিচালনায় এমিরেটস তাদের আইকনিক এ৩৮০, বোয়িং ৭৭৭ এবং নতুন যুক্ত হওয়া এ৩৫০ বিমান ব্যবহার করছে ।
বর্তমানে এমিরেটস এ৩৫০ নেটওয়ার্কে অন্তর্ভুক্ত রয়েছে দাম্মাম, মুম্বাই, এডিনবরো, বাহরাইন, কলম্বো, কুয়েত, মাসকাট, তিউনিস, আম্মান এবং আহমেদাবাদ মতো শহরগুলো। ২০২৫ সালের শেষ নাগাদ এই গন্তব্যের সংখ্যা বাড়িয়ে ১৭টি করার পরিকল্পনা রয়েছে এয়ারলাইনটির।
বর্তমানে এমিরেটস বহরে মোট ৮টি এ৩৫০ রয়েছে এবং ডেলিভারির অপেক্ষায় আছে আরো কয়েকটি এ জাতীয় উড়োজাহাজ।