সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে জয় পেয়ে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। এখন সিরিজ ১-১ সমতায়। শেষ ম্যাচে জয়ের মিশন নিয়েই মাঠে নামছে টাইগাররা।

বুধবার (১৬ জুলাই) শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার সিরিজ নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোতে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ময়দানি লড়াইয়ে নামবে দুই দল।

দলের টেকনিক্যাল কনসালট্যান্ট মোহাম্মদ সালাউদ্দিন জানান, শেষ ম্যাচে ছেলেরা দারুণ খেলেছে। এতে ওরা ভালো একটা মোমেন্টাম পেয়েছে এবং আত্মবিশ্বাসও বেড়েছে। আশা করি, শেষ ম্যাচটাও ভালোভাবেই শেষ হবে।

বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান, মিরাজ, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাঠকের মন্তব্য