ই-বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই উদ্যোগের স্বীকৃতি

শিল্প, উদ্ভাবন ও অবকাঠামোগত খাতে পুরস্কৃত হলো ওয়ালটন ডিজি-টেক

শিল্প, উদ্ভাবন অবকাঠামোগত খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড- ভূষিত হলো ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দেশব্যাপী কম্পিউটার এক্সচেঞ্জ অফার পরিচালনার মাধ্যমে -বর্জ্যকে টেকসই সুযোগে পরিবর্তন করায়অনারেবল মেনশনহিসেবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এই পুরস্কার দেয়া হয়েছে।

সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকেএসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৫প্রদান করা হয়। সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সহযোগিতায় এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সর্বাধুনিক উদ্ভাবনী পণ্য সেবা প্রদানে ওয়ালটন ডিজি-টেক অনন্য নজির স্থাপন করে চলেছে। ক্রেতাদের প্রয়োজনীয়তা চাহিদা অনুয়ায়ী একের পর এক প্রযুক্তিপণ্য উৎপাদন বাজারজাত করে আসছে। পাশাপাশি শিক্ষার্থীসহ সকল শ্রেণীর ক্রেতাদের জন্য বছরব্যাপী নানান সুবিধা দেয়া হচ্ছে।

গত বছর ধরে কম্পিউটার এক্সচেঞ্জ অফার পরিচালনার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করে নিয়েছে ওয়ালটন ডিজি-টেক যা এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে -বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা সৃষ্টিতে কাজ করছে। এছাড়া গ্রাহকদের টেকসই গ্রিন এনার্জি ব্যবহারে উদ্বুদ্ধকরণে ইলেকট্রিক বাইক এবং সোলার সিস্টেম নিয়ে এসেছে ওয়ালটন ডিজি-টেক। এরই প্রেক্ষিতে টেকসই উদ্যোগের মাধ্যমে শিল্প, উদ্ভাবন অবকাঠামোগত খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজকে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস- ভূষিত করা হয়েছে। পাশাপাশি ৩টি ক্যাটাগরিতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিসহ ৬০টি টেকসই উদ্যোগকেএসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৫প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে চলতি বছর যুক্তরাজ্যেরগ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড- ভূষিত হয়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিডেট।মোস্ট ট্রাস্টেট আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারারক্যাটাগরিতে ওয়ালটন ডিজি-টেককে আন্তর্জাতিক এই সম্মাননা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রকাশনাগ্লোবাল ব্র্যান্ডজ ম্যাগাজিন

পাঠকের মন্তব্য