প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে "Future Ready with Tahsan Khan" প্রোগ্রাম অনুষ্ঠিত

গতকাল বিকেল ৩টায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির হল রুম-এ অনুষ্ঠিত হলো বহুল প্রত্যাশিত অনুষ্ঠান “Future Ready with Tahsan Khan”। শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতি ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন বিষয়ক এই আয়োজনে প্রধান বক্তা দেশের খ্যাতনামা শিল্পী, শিক্ষাবিদ ও কর্পোরেট ট্রেইনার তাহসান খান তার দু-ঘন্টার বক্তৃতায় শ্রোতাদের মুগ্ধতার আবেশে জড়িয়ে রাখেন।

অনুষ্ঠানে তাহসান খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বাস্তব জীবনের চ্যালেঞ্জ, ক্যারিয়ার পরিকল্পনা এবং আত্মউন্নয়নের বিভিন্ন কৌশল নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীরা তার বক্তব্য থেকে বাস্তবমুখী দিকনির্দেশনা ও জীবনের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে মূল্যবান পরামর্শ লাভ করে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক মনোভাব, আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার মানসিকতা গড়ে তুলতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উপস্থিত সকলের সরব অংশগ্রহণ ও আগ্রহ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল এডভাইজার প্রফেসর ড. মো: আনোয়ারুল কবির। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মো: সাকির হোসাইন, স্টুডেন্ট এফেয়ার'স এন্ড ক্যারিয়ার সার্ভিসেস ও এডমিন ডিরেক্টর, আফরোজা হেলেন, বিভিন্ন অনুষদের ডিনগন, বিভাগীয় প্রধানগন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য,  তাহসান খান ধারাবাহিক লেকচার সিরিজের অংশ হিসেবে আগামী বার মাস, প্রত্যেক মাসে একটি চলমান বিষয়ের উপর বক্তৃতা দেবেন।

পাঠকের মন্তব্য