আমাকে চ্যালেঞ্জ জানাবে এমন কাজ চাই: সোনাক্ষী
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৮ জুলাই, ২০২৫
রুপালি পর্দার পরিচিত মুখ সোনাক্ষী সিনহা এবার আসছেন একেবারে ভিন্ন রূপে– এক রহস্যময়ী নারীর ভূমিকায়, যাঁর জীবনের গভীরে লুকিয়ে আছে অতীতের ভয়, অপার ব্যথা এবং এক অজানা অন্ধকার। এই ভূমিকায় অভিনয় করছেন সুপারন্যাচারাল থ্রিলার সিনেমা ‘নিকিতা রয়’-এ, যা আগামীকাল, ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এই সিনেমায় সোনাক্ষীর চরিত্র কল্পনার হলেও, ভয়ের অভিজ্ঞতা তার বাস্তব জীবনেও রয়েছে। সম্প্রতি একাধিক ভারতীয় গণমাধ্যমে তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি কখনও ভূতের অস্তিত্বে বিশ্বাস করতাম না। কিন্তু সেই একটি রাত আমার বিশ্বাসকে পুরোপুরি বদলে দিয়েছিল।’
সোনাক্ষী বলেন, ‘রাতের বেলা আধঘুম-আধজাগা অবস্থায় হঠাৎ আমার শরীর নিস্তেজ হয়ে যায়। একটা চাপ অনুভব করি। কারও উপস্থিতি টের পাই, কিন্তু চোখ খুলতে পারছিলাম না, নড়তেও পারছিলাম না। মনে হচ্ছিল, কোনো অশরীরী সত্তা আমাকে আটকে রেখেছে। সে রাতটা ছিল ভয়াবহ।’
এই অভিজ্ঞতা তাঁর মনে আজও গভীর দাগ কেটে আছে। ঠিক তখনই তিনি বলেছিলেন, ‘যদি আবার কেউ আসে, স্বপ্নে এসো– সরাসরি নয়।’ অনেকেই মনে করছেন, আসন্ন ‘নিকিতা রয়’ সিনেমার প্রস্তুতির সময়েই হয়তো এই স্মৃতি ফিরে এসেছে সোনাক্ষীর মনে।
সিনেমাটির কেন্দ্রে রয়েছে নিকিতা নামে এক নারী, যাঁর জীবনে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। অতীতের কিছু অপূরণীয় ঘটনার ভার, অপরাধবোধ এবং মানসিক বিভ্রান্তি মিলিয়ে তৈরি হয় এক ঘোরলাগা পরিস্থিতি। এক রাতে ঘটনার সূত্রপাত হয় এমনভাবে, যা তাঁকে ঠেলে দেয় এক অজানা ও অতিপ্রাকৃত জগতে। সিনেমার টানটান চিত্রনাট্যে ধীরে ধীরে উন্মোচিত হয় এক ভয়াবহ সত্য, যা কল্পনার চেয়েও ভয়ানক। নিকিতা চরিত্রে সোনাক্ষীর পারফরম্যান্স
এই সিনেমার মূল চালিকাশক্তি। প্রথমবারের মতো এমন এক চরিত্রে দেখা যাবে তাঁকে, যেখানে তাঁকে শুধুই ভয় পাওয়ার নয়, ভয়কে ধারণ করে এগোতে হয় এক অজানা গন্তব্যের দিকে। এই সিনেমার আরেকটি বিশেষ দিক হলো এর পরিচালনায় রয়েছেন সোনাক্ষীর ভাই কুশ সিনহা। এটিই তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। তিনি জানিয়েছেন, সোনাক্ষীর এই চরিত্রটা অতিমানসিক ও আবেগপ্রবণ। সিনেমার জন্য নিজেকে ভেঙে গড়েছেন সোনাক্ষী। এর চিত্রনাট্য লিখেছেন ‘ফোবিয়া’ ও ‘ভূত পুলিশ’খ্যাত পবন কৃপালানি, যিনি বলিউডের থ্রিলার ও হরর ঘরানার দর্শকদের কাছে নির্ভরযোগ্য নাম।