তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২৮৫ রান করে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়েছিল। আজ দ্বিতীয় ওয়ানডেতে করেছিল ২৬৫, ম্যাচটি ১০৪ রানে জিতে সিরিজ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের যুবাদের সিরিজ জয়
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৯ জুলাই, ২০২৫
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২৮৫ রান করে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়েছিল। আজ দ্বিতীয় ওয়ানডেতে করেছিল ২৬৫, ম্যাচটি ১০৪ রানে জিতে সিরিজ নিশ্চিত করল আজিজুল হাকিম তামিম বাহিনী।
বেনোনিতে লক্ষ্য তাড়া করতে নামা প্রোটিয়াদের ১৬১ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। লাল সবুজদের হয়ে আল ফাহাদ, আজিজুল ও স্বাধীন ইসলাম নিয়েছেন ২টি করে উইকেট। সফরকারী দল ২২ জুলাই তৃতীয় ম্যাচে জিততে পারলে স্বাগতিকরা হোয়াইটওয়াশ হবে।
লক্ষ্য ছুঁড়ে দেওয়া বাংলাদেশ ১৪ রানেই দক্ষিণ আফ্রিকার ৩ উইকেট তুলে নেয়। আদনান লাগাদিয়েন, মুহাম্মদ বুলবুলিয়া ও আরমান মানাক তিনজনই আউট হন সিঙ্গেল ডিজিটে। চারে নামা জেসন রাউলস কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। ভিহান প্রিটোরিয়াস দলীয় ৫১ রানে আউট হলে কামো ফিরিকে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন রাউলস। তিনি আউট হন ব্যক্তিগত সর্বোচ্চ ৫১ রান করে। রাউলস ও ভিহান দুজনই হন তামিমের শিকার।
রাউলস ফেরার পর ৮ রানের ব্যবধানে স্বাগতিক দল আরও ২ উইকেট হারায়। ফিরি ২০ ও পল জেমস ১ রান করে সাজঘরে ফেরেন। প্রোটিয়ারা শেষ ৩ জনকে হারায় ১৬ রানের ব্যবধানে। এদের মধ্যে কোরনে বোথা ২৬, এনাথি খিটশিনি ১৭ ও বেসন ১১ রান করেন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন ইকবাল হোসেন ইমন, সানজিদ মজুমদার ও সামিউন বশির।
এর আগে তামিম, জাওয়াদ আবরার ও রিজান হোসেনের তিন ফিফটিতে ২৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। আজিজুল ৬৭, জাওয়াদ ৫৭ ও রিজান ৫২ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট নেন বোথা ও পল জেমস। একটি করে উইকেট পান জে বেসন ও টানদো সনি।