বিইউএফটি’তে আবদুল্লাহ হিল রাকিব স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ২৭ জুলাই ২০২৫ তারিখ বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টিজের সদ্য প্রয়াত সদস্য আবদুল্লাহ হিল রাকিব স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে ১০০টি নির্বাচিত আলোকচিত্র ও একটি তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরা হয়। পরিবার-পরিজন, সহকর্মী ঘনিষ্ঠজনেরা আবেগঘন স্মৃতিচারণার মাধ্যমে তাঁর নিষ্ঠা নেতৃত্বের গুণাবলি তুলে ধরেন। তারা বলেন, রাকিব ছিলেন একজন দূরদর্শী নেতা, যিনি শিক্ষা, তৈরি পোশাক খাত এবং সামাজিক কল্যাণে অসামান্য অবদান রেখে গেছেন। আয়োজনে মানপত্র স্মৃতি-সংবলিত ফটো অ্যালবাম উন্মোচন করা হয়, যা ছিল তাঁর প্রতি শ্রদ্ধার প্রতীক। এসময় উপস্থিত অতিথিরা মন্তব্য খাতায় আবেগমিশ্রিত স্মৃতি শুভেচ্ছা বার্তা লিখেন। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক ঘটনায় ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং শেষাংশে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল, যেখানে বিইউএফটির শিক্ষক, কর্মকর্তা আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করে বিইউএফটির জনসংযোগ বিভাগ।

পাঠকের মন্তব্য