নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ খেলতে পারে টাইগাররা
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৩ অগাস্ট, ২০২৫
এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে একটি টি২০ সিরিজ খেলার ইচ্ছা পোষণ করেছিলেন লিটন কুমার দাস। ভারত আগস্টের সফর বাতিল করায় বিকল্প এ সিরিজ খেলতে চাওয়া। বিসিবিও ক্রিকেটারদের প্রস্তুতির কথা ভেবে একটি সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহে নেদারল্যান্ডসের বিপক্ষে হতে যাচ্ছে তিন ম্যাচের টি২০ সিরিজ।
বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম মিডিয়াকে বলেন, ‘নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা এগিয়েছে। তারা সিরিজ খেলবে বাংলাদেশে। সমঝোতা চুক্তি সম্পন্ন না হওয়ায় ভেন্যু ও তারিখ ঠিক হয়নি। চুক্তি হলেই এগুলো জানাতে পারব।’
এশিয়া কাপে খেলা হবে আরব আমিরাতে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর। দুবাই ও আবুধাবিতে হবে খেলা। এ দুই ভেন্যুতে খুব বেশি রান না হলেও স্পোর্টিং উইকেট করা হয়। এ কারণে এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলতে চায় বিসিবি।
নাজমুল আবেদীন বলেন, ‘মিরপুরের উইকেট কখনও ভালো ছিল না। এখানে খেলে এশিয়া কাপের ভালো প্রস্তুতি হবে না। সিলেটে ভালো উইকেট থাকে। ওই ভেন্যুতে খেলা হওয়ার সম্ভাবনা বেশি।’
গতকাল খোঁজ নিয়ে জানা গেছে, নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের কাছে বিসিবি থেকে তিন ম্যাচ সিরিজের জন্য সম্ভাব্য একটি ভেন্যু ও সময় ঠিক করে প্রস্তাবনা পাঠানো হয়েছে। গতকাল পর্যন্ত ডাচ বোর্ড কোনো কিছু জানায়নি। তারা নিজেদের খরচ ও সুযোগ-সুবিধার দিকটি দেখছে বলে জানান বিসিবির এক কর্মকর্তা। আশা করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে সমঝোতা চুক্তি হবে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। সেক্ষেত্রে সিলেটে হতে পারে টি২০ সিরিজটি। সবদিক থেকে বিবেচনা করা হলে সিলেট প্রথম পছন্দ হতে পারে। এছাড়া বর্ষ মৌসুমকে বিবেচনায় নিলেও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ভালো ভেন্যু।