ইসলামী ব্যাংকের নতুন এমডি ওমর ফারুক
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ৪ অগাস্ট, ২০২৫
ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ওমর ফারুক খান। রোববার তার নিয়োগে অনাপত্তি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিভিন্ন অনিয়ম–জালিয়াতিতে সম্পৃক্ততার দায়ে গত মে মাসে ইসলামী ব্যাংকের সাবেক এমডি মুহাম্মদ মুনিরুল মওলা চাকরি হারান। এর পর থেকে ওমর ফারুক খান এমডির চলতি দায়িত্ব পালন করেন।
জানা যায়, গত ১০ জুলাই ব্যাংকটির পরিচালনা পর্ষদ ওমর ফারুক খানকে নিয়মিত এমডি নিয়োগ দিয়ে অনাপত্তির জন্য বাংলাদেশ ব্যাংকে পাঠায়। গত ২৪ জুলাই বাংলাদেশ ব্যাংকে তার সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এর পর বিভিন্ন প্রক্রিয়া শেষে রোববার এমডি হিসেবে অনাপত্তির চিঠি দিল কেন্দ্রীয় ব্যাংক।
ওমর ফারুক খান ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। বিগত সরকারের সময়ে ডিএমডি অবস্থায় তাকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়। এর পর তিনি এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। সর্বশেষ তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ছিলেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর পর গত বছরের সেপ্টেম্বরে ওমর খারুক খানকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয় নতুন পর্ষদ।
ওমর ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন সহযোগী এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের একজন সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস)। তিনি ইসলামী ব্যাংকের ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং এবং লোকাল অফিসসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগ, জোন ও শাখা প্রধান হিসেবে কাজ করেছেন।