অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি-এর সভা অনুষ্ঠিত
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৪ অগাস্ট, ২০২৫
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (IQAC)-এর নিয়মিত সভা সোমবার (০৪ আগস্ট ২০২৫) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সদ্য বিদায়ী ও বর্তমান পরিচালক ও অতিরিক্ত পরিচালকদের সংবর্ধনা প্রদান করা হয়।
IQAC এর অতিরিক্ত পরিচালক মাজিদ ইশতিয়াক আহমেদের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। সভায় সভাপতিত্ব করেন IQAC-এর পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আত্মমূল্যায়ন ও বিভিন্ন একাডেমিক কার্যক্রমের মান নিশ্চয়নের উপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “গুণগত মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে IQAC একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। এসময় তিনি সাবেক পরিচালকগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও বর্তমান পরিচালকগণকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।”
সভাপতির বক্তব্যে- IQAC -এর নব নিযুক্ত পরিচালক ড. মোশাররফ হোসেন তার পূর্ববর্তী পরিচালক জনাব আসমা কবিরকে শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ধন্যবাদ জানান এবং তাঁর অভিজ্ঞতার আলোকে সহযোগিতা কামনা করেন। তিনি ভবিষ্যতে আরও কার্যকরভাবে IQAC -এর কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় IQAC এর সকল সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ পেশ করেন।