মাস্টারকার্ড ও পিকাবু’র সঙ্গে দু’টি নতুন কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড চালু করলো ইবিএল
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৬ অগাস্ট, ২০২৫
গ্রাহকদের লাইফস্টাইল চাহিদার কথা মাথায় রেখে, মাস্টারকার্ড এবং জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবু’র সঙ্গে দু’টি নতুন কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ডের উদ্বোধন করেছে বেসরকারী খাতের ইস্টার্ন ব্যাংক। কার্ড দু’টি হলো ‘ইবিএল পিকাবু মাস্টারকার্ড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড’ এবং ‘ইবিএল পিকাবু মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড’। আজ, ঢাকাস্থ ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কার্ডগুলোর উদ্বোধন করা হয়।
আকর্ষনীয় ডিজাইনের স্লিম ও ভার্টিক্যাল এই কার্ডগুলো ব্যবহার করে গ্রাহকরা বিভিন্ন সুবিধা উপভোগ করবেন, বিশেষকরে পিকাবু প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে। ইস্টার্ন ব্যাংকের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আগ্রহীরা এই কার্ডের জন্য আবেদন করতে পারেন।
টাইটেনিয়াম ক্রেডিট কার্ডধারীরা যেসব সুবিধা ভোগ করবেন, তার মধ্যে রয়েছে শূন্য ইস্যুয়েন্স ফি, এক হাজার বোনাস স্কাইকয়েন এবং ইবিএল জিপের মাধ্যমে পিকাবু প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্রয়ের ক্ষেত্রে তিন মাসের জন্য সূদমুক্ত ইএমআই। ভ্রমণের ক্ষেত্রে রয়েছে লাউঞ্জ কী’র মাধ্যমে বিদেশী বিমানবন্দরে বছরে দু’বার ফ্রি লাউঞ্জ ব্যবহার, স্কাইলাউঞ্জে প্রাইমারী এবং সাপ্লিমেন্টারি কার্ডধারীদের জন্য সঙ্গীসহ বিনামূল্যে ব্যবহারের সুবিধা।
ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডধারীদের ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন আকর্ষণীয় সুবিধা অফার করছে। এসবের মধ্যে রয়েছে, ৫০ শতাংশ ইস্যুয়েন্স ফি ছাড়, তিন হাজার বোনাস স্কাইকয়েন এবং ইবিএল জিপের মাধ্যমে পিকাবু প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্রয়ের ক্ষেত্রে তিন মাসের জন্য সূদমুক্ত ইএমআই। ভ্রমণের ক্ষেত্রে রয়েছে লাউঞ্জ কী’র মাধ্যমে বিদেশী বিমানবন্দরে বছরে চারবার ফ্রি লাউঞ্জ ব্যবহার, স্কাইলাউঞ্জে প্রাইমারী এবং সাপ্লিমেন্টারি কার্ডধারীদের জন্য সঙ্গীসহ বিনামূল্যে ব্যবহারের সুবিধা।
পিকাবু এর মাধ্যমে ইলেকট্রনিক্স, এপ্লায়েন্স, এক্সেসরীজ এবং লাইফস্টাইল সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং পাঁচ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক।
অধিকন্তু, মাস্টারকার্ড কর্তৃক প্রদত্ত বিভিন্ন অফার যেমন, আট হাজারের অধিক লাইফস্টাইল মার্চেন্টে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়, বিভিন্ন হোটেলে ৬০ শতাংশ পর্যন্ত, রেস্টুরেন্টে ৩০ শতাংশ পর্যন্ত, হেলথ ও বিউটি আউটলেটে ২৫ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড়। বিমান ভাড়া এবং অনলাইন শপিং এ ডিসকাউন্ট ছাড়াও বাংলাদেশে টাইটেনিয়াম ও ওয়ার্ল্ড কার্ডের সঙ্গে সংযুক্ত অন্যান্য সুবিধাও পাওয়া যাবে।
ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে বলেন, “গ্রাহকদের আমরা এমন উদ্ভাবনী প্রোডাক্ট উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ যা তাদের জীবনে সত্যিকারের ভ্যালুর সংযোজন ঘটাবে। বর্তমান পার্টনারশীপের মাধ্যমে মাস্টারকার্ড এবং পিকাবু’র বিভিন্ন স্মার্ট আর্থিক এবং লাইফস্টাইল রিওয়ার্ডগুলো যুক্ত হওয়ার ফলে আমাদের ক্রেডিট কার্ডগুলো আরো আকর্ষণীয় হয়ে উঠবে। আজকের দিনের ডিজিটাল-ফার্স্ট গ্রাহকদের জন্য ব্যাংকিং কে আরো বেশি প্রাসঙ্গিক, সুবিধাজনক এবং রিওয়ার্ডিং করার ক্ষেত্রে এটি আমাদের আরো একটি উল্লেখযোগ্য পদক্ষেপ”।
মাস্টারকার্ডের বাংলাদেশ কান্ট্রিম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল তার মন্তব্যে বলেন, “ইবিএল ও পিকাবু’র সঙ্গে নতুন কো-ব্র্যান্ড চালু করতে পেরে আমরা রোমাঞ্চিত। নতুন কার্ডগুলো গ্রাহকদের জন্য ব্যবহারে অধিকতর স্বাচ্ছন্দ্য, বিস্তৃত সুবিধা আনয়নের সঙ্গে সঙ্গে ভ্রমণ এবং শপিং অভিজ্ঞতাকে আরো উপভোগ্য করে তুলবে। বিভিন্ন সেগমেন্টে গ্রাহকদের জীবনধারাকে সমৃদ্ধ করতে আমাদের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বর্তমান সহযোগিতা কার্যক্রমের মাধ্যমে।”
পিকাবু’র প্রধান নির্বাহী মরিন তালুকদার বলেন, “শুধু পন্য নয়, আমাদের সবসময় প্রচেষ্টা থাকে আরো বেশিকিছু অফার করার যেমন স্বাচ্ছন্দ্য, নির্ভরযোগ্যতা এবং ইনোভেশন। অধিক পরিমানে রিওয়ার্ড এবং আর্থিক নমনীয়তা প্রদানের মাধ্যমে গ্রাহকদের শপিং জার্নিকে আরো আকর্ষণীয় ও উপভোগ্য করাই আমাদের পারষ্পরিক এই সহযোগিতার লক্ষ্য”।