ছবি:  সংগৃহীত

সেপ্টেম্বরের মধ্যে হার্টের রিংয়ের দাম কমছে ৩১ কোম্পানির

আগামী সেপ্টেম্বরের মধ্যে ৩১টি কোম্পানির জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম কমানো হবে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

মঙ্গলবার (১২ আগস্ট) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিচালক ড. মো. আকতার হোসেন।

তিনি বলেন, এরইমধ্যে তিন কোম্পানির ১০ ধরনের স্টেন্টের দাম কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। বাকি ২৮ কোম্পানির দাম সেপ্টেম্বরের মধ্যে সমন্বয় করা হবে।

এর আগে ৩ আগস্ট জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, স্টেন্টের দাম সর্বোচ্চ ৩৬ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। নতুন দামে স্টেন্ট আমদানি প্রতিষ্ঠানভেদে খুচরা মূল্য সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। দাম কমেছে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত।

আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা বলেন, জীবনদায়ী চিকিৎসা সরঞ্জামের জন্য একটি স্থায়ী মূল্যনীতি থাকলে অযৌক্তিকভাবে দাম বাড়ানো বা কমানো রোধ করা যাবে।

বাংলাদেশে হার্টে রিং পরানোর চিকিৎসা পদ্ধতি–অ্যাঞ্জিওপ্লাস্টি–ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ইউরোপ, আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারতসহ বিভিন্ন দেশ থেকে এসব রিং আমদানি করা হয়। হাসপাতালগুলোতে নির্ধারিত মূল্য তালিকা থেকে রোগীর পছন্দ অনুযায়ী চিকিৎসকরা রিং প্রতিস্থাপন করেন।

পাঠকের মন্তব্য