বিইউএফটিআইমান ২০২৫-এর জাঁকজমকপূর্ণ তিন দিনব্যাপী সংলাপের উদ্বোধন
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৪ অগাস্ট, ২০২৫
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স (বিইউএফটিআইমান) এর উদ্যোগে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১৪ আগস্ট ২০২৫ তারিখ। বিইউএফটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজন ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে, যেখানে উচ্চপর্যায়ের বিতর্ক, সাংস্কৃতিক বিনিময় ও যৌথ সমস্যা সমাধান করা হবে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি তরুণ নেতৃত্ব ও বৈশ্বিক সচেতনতা গঠনে এই কনফারেন্সের ভূমিকার প্রশংসা করেন। এসময় অন্যান্য অতিথির মধ্যে ছিলেন রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. কফিল উদ্দিন আহমেদ, বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, বিইউএফটি’র ছাত্রকল্যাণ পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অব.) এএনএম রফিকুল আলম এবং বিইউএফটিমুনা ক্লাবের উপদেষ্টা ও সহকারী অধ্যাপক জনাব ফারুক আহমেদ।
সেক্রেটারি-জেনারেল সুমাইয়া হাফিজ পিওশি আনুষ্ঠানিকভাবে বিইউএফটিআইমান ২০২৫ এর উদ্বোধন ঘোষণা করেন। পরে প্রতিনিধিরা প্রথম কমিটি সেশনে যোগ দেন, যেখানে এ বছরের মূল প্রতিপাদ্য “হিউম্যানাইজিং কমপ্যাশন, ডিপ্লোম্যাসি অ্যান্ড সলিডারিটি ইন দ্য কোয়েস্ট ফর সাসটেইনেবল পিস অ্যান্ড কমপ্রিহেনসিভ সিকিউরিটি টু রিড্রেস গ্লোবাল ডিভাইডস”। দ্বিতীয় দিনে থাকছে কমিটি কার্যক্রম এবং কালচারাল নাইট, যেখানে থাকবে মনোমুগ্ধকর পরিবেশনা ও ফ্যাশন শো। শেষ দিনে হবে সমাপনী কমিটি সেশন, পুরস্কার বিতরণী ও গালা নাইট।