কানাডিয়ান ইউনিভার্সিটিতে জমকালোভাবে এমসিজে উৎসব, সাংবাদিকতা বিভাগের নবীনবরণ!

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের মিডিয়া, কমিউনিকেশন ও জার্নালিজম  বিভাগ নতুন শিক্ষার্থীদের জন্য সামার ২০২৫ সেমিস্টারে নবীনবরণ এবং আইস-ব্রেকিং সেশন আয়োজন করে।

১২ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি ছিল এক উজ্জ্বল, প্রাণবন্ত এবং স্মরণীয় শুরু শিক্ষার্থীদের একাডেমিক যাত্রার জন্য।
উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উৎসব মুভির সম্মানিত পরিচালক তানিম নূর,। তার অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা ও নতুন জ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করেছে। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা এই বিভাগে এসে শুধু পাঠ্যবই পড়বেন না, বরং জ্ঞানের সঙ্গে সৃজনশীলতা, অনুসন্ধিৎসা ও নেতৃত্বের পথ তৈরি করুন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ইন-চার্জ) এ.এস.এম.জি ফারুক  যিনি তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. সাইফুল হক, বিভাগের উপদেষ্টা ও প্রধান। তিনি নবীন শিক্ষার্থীদের জন্য একাডেমিক ও ব্যক্তিগত জীবনের দিকনির্দেশনা শেয়ার করেন, যা শিক্ষার্থীদের জন্য এক দিকনির্দেশক আলো হিসেবে কাজ করেছে। সঞ্চালনা করেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তামিম হোসেন শাওন।

সেশনটি শুধু বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সিনিয়র শিক্ষার্থীরা নতুনদের উষ্ণভাবে স্বাগত জানান, তাদের অভিজ্ঞতা ভাগ করে এবং ভবিষ্যতের জন্য প্রেরণা যোগ করেন। নবীন শিক্ষার্থীরাও তাদের প্রত্যাশা, লক্ষ্য ও আগ্রহের কথা ভাগ করে অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ তৈরি করে। এই সমৃদ্ধ ও সুন্দর অনুষ্ঠানটি সম্ভব হয়েছে বিভাগের ফ্যাকাল্টি সদস্যদের, মিডিয়া ও ফটোগ্রাফি ক্লাবের নিবেদিতপ্রাণ সমন্বয় ও পরিশ্রমের মাধ্যমে। সবার সম্মিলিত প্রচেষ্টা এবং উৎসাহের ফলে এবারের আইস-ব্রেকিং সেশন শিক্ষার্থীদের জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা হিসেবে রয়ে গেল। এই সেমিস্টারটি নতুন শিক্ষার্থীদের জন্য হোক শেখা, সৃজনশীলতা, বৃদ্ধি এবং অসাধারণ অর্জনের একটি উজ্জ্বল অধ্যায়।

পাঠকের মন্তব্য