ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি আবিদুল-জিএস তানভীর
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২০ অগাস্ট, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তাদের প্যানেল থেকে ভিপি পদে লড়বেন আবিদুল ইসলাম খান। জিএস পদে শেখ তানভীর বারী হামিম এবং এজিএস পদে তানভীর আল হাদী মায়েদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বিভিন্ন পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির তার সঙ্গে ছিলেন।
সভাপতি রাকিবুল জানান, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ১৫ জুলাই ঢাবিতে আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি সম্মান ও সমর্থন জানিয়ে ছাত্রদলের প্যানেলে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী দিচ্ছেন না তারা।