বিইউএফটি’তে শহিদ সেলিম তালুকদার স্মরণে বিশেষ আয়োজন

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি’র (বিইউএফটি) গর্বিত অ্যালামনাই ও ২০২৪ এ জুলাই আন্দোলনের সাহসী বীর শহিদ মোঃ সেলিম তালুকদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ২১ আগস্ট ২০২৫ তারিখ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহিদের পিতা জনাব মোঃ সুলতান তালুকদার। দিনব্যাপী কর্মসূচির শুরুতে অতিথিরা সদ্য উদ্বোধিত শহিদ সেলিম তালুকদার স্মৃতিফলক পরিদর্শন করেন। পরে নবনির্মিত “শহীদ সেলিম তালুকদার কেন্দ্রীয় লাইব্রেরি” উদ্বোধন করেন এবং তাঁর জীবন, সংগ্রাম ও জুলাই আন্দোলনের তাৎপর্যপূর্ণ মুহূর্ত নিয়ে আয়োজিত ফটো প্রদর্শনী ঘুরে দেখেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত সবাই জুলাই আন্দোলনে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র উপভোগ করেন। পরে বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর শহিদ সেলিম তালুকদারের জীবন ও আত্মত্যাগ নিয়ে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় যা দর্শকদের গভীরভাবে আবেগাপ্লুত করে। অনুষ্ঠানে অন্যান্য অতিথি, শহিদের পরিবারের সদস্য, অ্যালামনাই, শিক্ষক, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী ও আহত ব্যক্তিরা বক্তব্য রাখেন। তাঁরা শহিদ সেলিম তালুকদারের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আশা প্রকাশ করেন যে তাঁর সর্বোচ্চ আত্মত্যাগ জাতিকে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে চিরকাল অনুপ্রেরণা জোগাবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপহার প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিইউএফটি’র কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, ডিনবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য