তৃতীয় বারের মতো সুপারব্র্যান্ডস সম্মাননা পেল ইবিএল
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২১ সেপ্টেম্বর, ২০২৫
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) আবারও বাংলাদেশের অন্যতম আস্থাভাজন ও প্রভাবশালী ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। তৃতীয়বারের মতো মর্যাদাপূর্ণ সুপারব্র্যান্ডস সম্মাননা অর্জনের মধ্য দিয়ে এক্সিলেন্স, উদ্ভাবন ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে ইস্টার্ন ব্যাংকের দৃঢ প্রতিশ্রুতি আবারো প্রমানিত হলো।
গতকাল, ঢাকার হোটেল লা মেরিডিয়ান সুপারব্র্যান্ডস বাংলাদেশ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরষ্কার প্রদান করা হয়। দেশের শীর্ষস্থানীয় শিল্প ও বিপণন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ব্র্যান্ড কাউন্সিল কঠোর নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের নির্ধারণ করে।
দীর্ঘস্থায়ী ব্র্যান্ড ঐতিহ্য, ব্যাংকিং খাতে কৌশলগত গুরুত্ব, ধারাবাহিক সেবার উৎকর্ষতা এবং গ্রাহকের দৃঢ় আস্থার জন্য ইবিএলকে এই পুরষ্কারের জন্য নির্বাচিত করা হয়। এই স্বীকৃতির মধ্য দিয়ে ব্যাংকটির শক্তিশালী করপোরেট গভর্ন্যান্স, উদ্ভাবনের প্রতি নিষ্ঠা এবং উন্নত গ্রাহকসেবা প্রদানে অবিচল মনোযোগ প্রতিফলিত হয়েছে Ñযা বাংলাদেশের আর্থিক খাতে তাদের নেতৃত্বের পরিচয় বহন করে।
এই প্রসঙ্গে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলি রেজা ইফতেখার বলেন “তৃতীয়বারের মতো সুপারব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়া শুধুই একটি সম্মান নয়Ñএটি আমাদের প্রতি গ্রাহকদের আস্থা এবং আমাদের সহকর্মীদের কাজের প্রতি নিষ্ঠার স্বীকৃতি। ইবিএল-এ আমরা সততা, উদ্ভাবন ও ইমপ্যাক্ট এর ওপর গুরত্ব দিয়ে থাকি। এই সম্মান ইবিএল পরিবারের প্রতিটি সদস্যের, এবং আমাদের মূল্যবান স্টেকহোল্ডারদের, যারা প্রতিদিন আমাদের উন্নতিতে প্রেরণা যোগাচ্ছেন।”
এটি ইবিএলের তৃতীয় সুপারব্র্যান্ডস অর্জন। এর আগে ব্যাংকটি ২০০৯, ২০১১ এবং ২০১৮, ২০২০ সময়কালে এই সম্মাননা লাভ করে। সর্বশেষ এ স্বীকৃতির মাধ্যমে ইবিএল বাংলাদেশের কর্পোরেট অঙ্গনে ৪৯টি স্বনামধন্য ব্র্যান্ডের অভিজাত তালিকায় অন্তর্ভুক্ত হলো।