টস জিতে বোলিংয়ে ভারত
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২১ সেপ্টেম্বর, ২০২৫
এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। তবে হাত না মেলানোর বিষয়টি বড় ইস্যু হয়েছিল। এবার সুপার ফোরে মুখোমুখি দুই দল। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই মহারণে টস জিতে বোলিং নিয়েছে ভারত।
ভারত গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জাসপ্রিত বুমরাহ ওবরুণ চক্রবর্তীকে বিশ্রাম দিয়েছিল। পাকিস্তানের বিপক্ষে তারা একাদশে ফিরেছেন। হার্শিত রানা ও অর্শদীপ বাদ পড়েছেন।
পাকিস্তানের অধিনায়ক সালমান আগা জানিয়েছেন, টস জিতলে তিনিও শুরুতে বোলিং নিতেন। পাকিস্তানও একাদশে দুই পরিবর্তন এনেছে। হাসান নওয়াজ ও খুশদীল শাহকে বাদ দিয়েছে তারা। একাদশে নিয়েছে দুই পেস অলরাউন্ডার হুসেইন তালাত ও ফাহিম আশরাফকে।
ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সানজু স্যামসন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, শিভাম দুবে, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।
পাকিস্তানের একাদশ: সাইম আইয়ূব, শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আগা, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।