ভ্রমণ খাতে ‘সুপারব্র্যান্ড’ স্বীকৃতি পেল শেয়ারট্রিপ
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২২ সেপ্টেম্বর, ২০২৫
দেশের শীর্ষ ট্রাভেল টেক ব্র্যান্ড হিসেবে ভ্রমণ খাতের পাশাপাশি স্টার্টআপ হিসেবেও ২০২৫-২৬ সালের সুপারব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে শেয়ারট্রিপ।
রাজধানীর লো মেরিডিয়েনে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয় বলে রোববার শেয়ারট্রিপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বাংলাদেশের ‘প্রথম’ প্রকৃত অনলাইন ট্রাভেল এজেন্সি হিসেবে এই স্বীকৃতি শেয়ারট্রিপের ভ্রমণ শিল্পে অগ্রণী ভূমিকার পাশাপাশি বাংলাদেশের স্টার্টআপগুলোর উদ্ভাবনশীলতার সম্ভাবনাকেও ফুটিয়ে তোলে বলে ভাষ্য কোম্পানির।
তারা বলছে, শেয়ারট্রিপ তথ্য-প্রযুক্তি ও উদ্ভাবনী সমাধান ব্যবহার করে ট্রাভেল খাতকে আরও সহজ ও উন্নত করছে। বর্তমানে, শেয়ারট্রিপ শুধু ভ্রমণ সেবায় সীমাবদ্ধ নয়, বরং ফিনটেক ও লাইফস্টাইল খাতেও সক্রিয়ভাবে কাজ করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুরু থেকেই শেয়ারট্রিপ গ্রাহকের আস্থা, সন্তুষ্টি এবং উচ্চমানের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। গ্রাহকের চাহিদা ও মার্কেট ট্রেন্ড অনুযায়ী তারা নিয়মিত নতুন ফিচার নিয়ে আসছে, যাতে ভ্রমণকারীরা সহজ, সুবিধাজনক এবং আনন্দময় অভিজ্ঞতা লাভ করেন।
পাশাপাশি, শেয়ারট্রিপ ট্রাভেল খাতে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের আরও মানসম্মত সেবা প্রদান করছে।
শেয়ারট্রিপের সিইও ও কো-ফাউন্ডার সাদিয়া হক বলেন, “আমাদের এই অর্জন দেশের জন্য সত্যিই গর্বের। শুধু ভ্রমণ খাতেই নয়, দেশের কোনো স্টার্টআপের জন্যও এটা প্রথম। এটি দেখায়, আমাদের ওপর গ্রাহকের আস্থা এবং বাংলাদেশের স্টার্টআপগুলো দেশের প্রবৃদ্ধিতে কীভাবে অবদান রাখতে পারে।"