যমুনা ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচীর অংশ হিসেবে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত

সম্প্রতি যমুনা ব্যাংক পিএলসি এর উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচীর অংশ হিসাবে কুমিল্লা জেলার বরুড়া থানাধীন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাদবা তলাগ্রাম তারিনী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে আর্থিক শিক্ষা ও স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এর সম্মানিত পরিচালক জনাব মোঃ ইকবাল মহসীন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদেও উদ্দেশ্যে বলেন, ‘‘আর্থিক সাক্ষরতা শুধু একটি শিক্ষা নয়, এটি ভবিষ্যৎ জীবনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। সঠিক পরিকল্পনা ও সঞ্চয়ের মাধ্যমে তোমরা নিজেদের এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারো’’। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতি।

উক্ত উনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন যমুনা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকিং অপারেশন ডিভিশনের প্রধান মোঃ আব্দুস সোবহান। তিনি বলেন ‘‘তরুণ প্রজন্মের মাঝে আর্থিক শৃঙ্খলা ও সঞ্চয়ের ধারণা ছড়িয়ে দেওয়া আমাদের সকলের দায়িত্ব।’’ প্রোগ্রামটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এতে যমুনা ব্যাংকের বরুড়া শাখার ব্যবস্থাপক ও অত্র স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য