ফাইনালে যেমন হতে পারে ভারত-পাকিস্তানের একাদশ

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই মহারণ ঘিরে ক্রিকেট বিশ্বে বইছে সর্বোচ্চ উত্তেজনার পারদ। সাম্প্রতিক ফর্ম ও শক্তিমত্তায় ভারত কিছুটা এগিয়ে থাকলেও, বড় টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর ইতিহাস এই ম্যাচকে করে তুলেছে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

বাংলাদেশের বিপক্ষে খেলা দল নিয়েই ফাইনালে নামতে পারে পাকিস্তান। ওপেনিংয়ে ফখর জামানের সঙ্গী হবেন সাহিবজাদা ফারহান। তবে চিন্তার কারণ তিন নম্বরে নামা সাইম আইয়ুবের ফর্ম। পুরো টুর্নামেন্টে ব্যর্থ হলেও স্পিন বোলিং খেলার দক্ষতার কারণে তাকে আরও একবার সুযোগ দেওয়া হতে পারে। মিডল অর্ডারে অধিনায়ক সালমান আগা, হুসেইন তালাত ও মোহাম্মদ হারিস দলের বড় ভরসা। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে পেস আক্রমণে থাকবেন হারিস রউফ ও ফাহিম আশরাফ। স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন আবরার আহমেদ ও মোহাম্মদ নেওয়াজ।

ভারতের ফাইনাল দলে ফিরছেন পেস আক্রমণের মূল অস্ত্র জাসপ্রিত বুমরাহ। অলরাউন্ডার শিবম দুবেও একাদশে ফিরতে পারেন। তবে ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তা তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার চোট। তিনি খেলতে না পারলে দলের ভারসাম্যে বড় প্রভাব ফেলবে। পান্ডিয়ার অনুপস্থিতিতে অর্শদীপ সিং বা হর্ষিত রানার মধ্যে একজন খেলতে পারেন। ভারতের ব্যাটিং লাইনআপে থাকছেন টুর্নামেন্টের সেরা ফর্মে থাকা অভিষেক শর্মা, শুবমান গিল ও অধিনায়ক সূর্যকুমার যাদব।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া/অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

পাঠকের মন্তব্য