রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটি প্রেসিডেন্ট হ্যান্ডওভার অনুষ্ঠান

রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটি তাদের প্রেসিডেন্ট হ্যান্ডওভার অনুষ্ঠান আয়োজন করে শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:৩০ মিনিটে বেঙ্গল ক্যানারি হোটেলের হলরুমে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী মো. সফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল নাসের।

অনুষ্ঠানে গত রোটারি বর্ষে ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট মো. কায়সার হামিদ; এর অসাধারণ নেতৃত্বের প্রশংসা করা হয়। তার নেতৃত্বে ক্লাবটি স্বাস্থ্য খাত, শিক্ষায় সহায়তা খাত, সামাজিক কল্যাণ, অর্থনৈতিক ও কমিউনিটি উন্নয়ন, চিকিৎসা সহায়তা এবং পরিবেশ রক্ষায় নানা প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করে। তার মেয়াদের অন্যতম বড় অর্জন ছিল মানিকগঞ্জের তালুকনগর রোটারি গ্রামে একটি সেতু নির্মাণ, যা স্থানীয় অবকাঠামো ও জনগণের জীবনে স্থায়ী অবদান রাখবে।

এছাড়াও, নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হাসান আহমেদ চৌধুরী। তিনি “Service Above Self” মন্ত্রে অনুপ্রাণিত হয়ে কমিউনিটি উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করা, সেবামূলক প্রকল্প সম্প্রসারণ এবং জেলা রোটারি নেতৃত্বের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।

ক্লাবের সদস্য, জেলা রোটারি কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় সৌহার্দ্য ও সেবার এক উজ্জ্বল মিলনমেলায়।

এই হ্যান্ডওভারের মাধ্যমে রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটি পুনর্ব্যক্ত করেছে তাদের অঙ্গীকার, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও সামাজিক কল্যাণে টেকসই ও কার্যকর উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে রোটারির মূল মূল্যবোধকে এগিয়ে নেওয়া।
 

পাঠকের মন্তব্য