কানাডিয়ান ইউনিভার্সিটিতে হেনরিক ইবসেনের কাজের মধ্যে বাংলাদেশের যোগসূত্র নিয়ে সেমিনার
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২ অক্টোবর, ২০২৫
রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের অতিথিদের বরণ- সিইউবি ইংরেজি বিভাগ আজ সফলভাবে একটি শিক্ষামূলক সেমিনারের আয়োজন করে। সেমিনারটির শিরোনাম ছিল, "বাংলাদেশের প্রেক্ষাপটে হেনরিক ইবসেনের প্রাসঙ্গিকতা" ("Relevance of Henrik Ibsen to Bangladesh")। এতে সমসাময়িক বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্বখ্যাত নরওয়েজিয়ান নাট্যকার হেনরিক ইবসেনের কাজের চিরায়ত সামাজিক ও রাজনৈতিক অনুরণন অনুসন্ধান করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর অধ্যাপক আহমেদ আহসানউজ্জামান। অধ্যাপক আহসানউজ্জামান বলেন যে, ইবসেনের শক্তিশালী নাটকগুলি, বিশেষ করে 'অ্যান এনিমি অফ দ্য পিপল' (An Enemy of the People) এবং 'এ ডল’স হাউস' (A Doll’s House), বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক-রাজনৈতিক সমস্যাগুলির সঙ্গে গভীর এবং স্থায়ী প্রাসঙ্গিকতা বহন করে। তিনি বিশেষভাবে সামাজিক সমালোচনা এবং ব্যক্তিগত স্বাধীনতার মতো বিষয়গুলিতে ইবসেনের কাজের যথেষ্ট প্রাসঙ্গিকতা তুলে ধরেন। ইংরেজি বিভাগের থিয়েটার ক্লাব 'এ ডল’স হাউস' থেকে একটি সংক্ষিপ্ত নাট্যাংশ পরিবেশন করার মাধ্যমে এই শিক্ষামূলক আলোচনা আরও জীবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থিত রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাস থেকে আগত মিসেস মারিয়ানে রাবে ন্যাভেলসরুড, ডেপুটি হেড অফ মিশন, এবং মিসেস জোহোরা ফারজানা আহমেদ বিপাশা, কমিউনিকেশন্স অ্যান্ড কালচার অ্যাডভাইজার।
সিইউবি-এর উপাচার্য প্রফেসর এইচ এম জহিরুল হক শিক্ষার্থীদের এই ধরনের সেমিনারে সফল অংশগ্রহণের জন্য উৎসাহিত করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মিসেস ন্যাভেলসরুড তাঁর বক্তব্যে এই উদ্যোগের প্রশংসা করেন এবং নরওয়ে ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক ও সাহিত্যিক আদান-প্রদান উৎসাহিত করার ক্ষেত্রে এ ধরনের কর্মসূচির গুরুত্বের ওপর জোর দেন।
বিভাগীয় প্রধান রেজিনা সুলতানা সকলের সফল অংশগ্রহণের প্রশংসা করেন এবং অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত ও পরিবেশিত এক প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।