এভারেস্টে তুষারঝড়, আটকা পড়েছেন বহু পর্যটক

তিব্বতে মাউন্ট এভারেস্টের পূর্ব ঢালে অন্তত ১ হাজার পর্যটক আটকা পড়েছিলেন। রোববার তাদের মধ্যে কয়েকজন নামিয়ে আনা হলেও বেশিরভাগই ক্যাম্পে আটকা আছেন।

গত দুই দিনের তুষার ঝড়ের কারণে পর্বতে ওঠা-নামার পথ বন্ধ হওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ শুরু হয়েছে। এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৯০০ মিটার উঁচুতে। জমে থাকা তুষার সরাতে উদ্ধারকর্মীদের সঙ্গে শতাধিক স্থানীয় ব্যক্তি কাজ করছেন। 

তুষারপাত শুরু হয়েছিল গত শুক্রবার সন্ধ্যায়। শনিবারও তা অব্যাহত থাকে। শনিবার রাত থেকে স্থানীয় টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানি এভারেস্ট ভ্রমণের টিকিট বিক্রি ও প্রবেশ বন্ধ রেখেছে।

এদিকে হিমলায় ঘেঁষা আরেক দেশ নেপালে ভারী বৃষ্টিপাতে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক সড়কপথ বন্ধ হয়ে গেছে। গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত অন্তত ৪৭ জন নিহতের খবর পাওয়া গেছে। ভারী বৃষ্টি ও ভূমিধস দেখা দিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়েও। পাহাড়ি অঞ্চলটিতে ১৭ জন নিহত হয়েছেন। বন্ধ আছে সড়কপথে সিকিমের সঙ্গে যোগাযোগ।

পাঠকের মন্তব্য