অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৫ অক্টোবর, ২০২৫
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার (৫ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের শুভ্র চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে কেক কেটে এবং ফুল দিয়ে শিক্ষকমন্ডলীকে সম্মান ও শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) চেয়ারম্যান জনাব শামসুল আলম লিটন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষকতার মহান পেশার গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। আজকের এই দিনটি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি সুযোগ।” তিনি শিক্ষকদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির পেছনে আমাদের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টাই মূল চালিকাশক্তি। তাদের নিরলস শ্রম এবং নিষ্ঠাই আমাদের শিক্ষার মান উন্নয়নে সহায়ক।”
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বিজনেস ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ড. মোঃ আশরাফ আলী খান ও ফার্মাসী বিভাগের চেয়ারম্যান আসমা কবির। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষক সমাজকে সম্মাননা জানানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের অনুষ্ঠান শিক্ষক সমাজকে শিক্ষার মানোন্নয়নেও উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিওটি'র সদস্য সচিব মোঃ কামরুজ্জামান লিটু, চীফ একাডেমিক এডভাইজর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার, অর্থ বিষয়ক পরিচালক সৈয়দা সারাহ আনোয়ার ও আইকিউএসির পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত থেকে একসাথে কেক কাটায় অংশ নেন এবং আনন্দঘন পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করেন।