রদ্রিগো-কুনিয়াকে নিয়ে একাদশ সাজাল ব্রাজিল
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১০ অক্টোবর, ২০২৫
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় মাঠে নামছে ব্রাজিল। সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রীতি ম্যাচে চার ডিফেন্ডার ও চার ফরোয়ার্ড নিয়ে খেলছে ব্রাজিল।
শুরুর একাদশে চমক রাইট ব্যাক ভিতিনহো সিলভা। বোটাফোগের এই ২৬ বছর বয়সী ডিফেন্ডার ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন। প্রথমবার ডাক পেলেন শুরুর একাদশে। তার সঙ্গে রক্ষণে এদার মিলিতাও, গ্যাব্রিয়েল মাঘালহায়েস ও ডলগাল সান্তোস আছেন।
মিডফিল্ড সামলাবেন কাসেমিরো ও ব্রুনো গিমারেজ। তাদের সঙ্গে প্লে মেকার ভূমিকায় দেখা যেতে পারে রদ্রিগো গোয়েস কিংবা ম্যাথিউস কুনিয়ার একজনকে। দু’জন পজিশন সুইপ করেও খেলতে পারেন। লেফট উইঙ্গার হিসেবে ভিনিসিয়াস ও রাইট উইঙ্গার হিসেবে শুরুর একাদশে আছেন এস্তোভও উইলিয়াম।
ব্রাজিলের শুরুর একাদশ: বেন্তো (গোলরক্ষক), ভিতিনহো, মিলিতাও, মাঘালহায়েস, ডগলাস সান্তোস, গিমারেজ, কাসেমিরো, কুনিয়া, ভিনিসিয়াস, এস্তেভাও, রদ্রিগো গোয়েস।