সিটিজেনস ব্যাংক ও জেডইউএমএস মধ্যে ইয়ুথ অ্যাক্সিলারেশন প্রোগ্রাম আয়োজনে চুক্তি স্বাক্ষরিত

সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মিসেস নার্গিস রফিকা রহমান এর উপস্থিতিতে সিটিজেনস ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল লতিফ এবং জেডএনআরএফ ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটিজেনস ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্যবৃন্দ, উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।

চুক্তি অনুসারে, সিটিজেনস ব্যাংক পিএলসি জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসকে ইয়ুথ অ্যাক্সিলারেশন প্রোগ্রাম (ওয়াইএপি) আয়োজনে সহায়তা করবে। এই প্রোগ্রামের আওতায় ঢাকা বিভাগের বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সেমিনার, কর্মশালা, প্রতিযোগিতা ও প্রকল্প প্রদর্শনীর মতো নানা কার্যক্রমের আয়োজন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি, উদ্যোক্তা, উদ্ভাবন, ডিজিটাল সাক্ষরতা এবং নেতৃত্ব–এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে। শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জন, জাতীয় স্বীকৃতি এবং উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তুলতে সহায়তা করবে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ পাবে এক নতুন প্রজন্মের সমস্যা সমাধানকারী, উদ্ভাবক এবং উদ্যোক্তা, যারা আগামী দিনের টেকসই উন্নয়ন ও ডিজিটাল অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাঠকের মন্তব্য