স্বপ্ন’র নতুন আউটলেট এখন ধানমন্ডি সাত মসজিদ রোডে

রাজধানীর ধানমন্ডি সাত মসজিদ রোডে চালু হল রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেট। এটি আউটলেটটির ৭৫৪ তম শাখা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৫ টায় এ আউটলেটের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বপ্নর বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অপারেশনস) সাইফুল আলম রাসেল , রিজিওনাল হেড অব অপারেশনস মিস ক্বারিন, হেড অব মার্চেন্ডাইজিং ইহসান মাবুদ, জোনাল অপারেশন ম্যানেজার সাব্বির হোসেনসহ আরও অনেকে।

জানানো হয়, নতুন এই শাখার উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় অফার। থাকছে হোম ডেলিভারির সেবা।

 নতুন এই শাখার ঠিকানা হলো-এডিসি এম্পায়ার প্লাজা, হোল্ডিং (পুরাতন-১৮৩), (নতুন-৯১), রোড-১২/এ, সাত মসজিদ রোড (আবাহনী মাঠের দক্ষিণ পাশে)।

পাঠকের মন্তব্য