পকেটে রাখা টেকনো মোবাইল বিস্ফোরণে দগ্ধ যুবক

কুড়িগ্রাম সদরে পকেটে থাকা টেকনো মোবাইল বিস্ফোরণ হয়ে এক যুবক দগ্ধ হয়েছে। বিস্ফোরিত মোবাইলের মডেল ‘টেকনো স্পার্ক ৪০ প্রো।’ ঘটনার শিকার হন পলাশ ইসলাম। সঙ্গে ছিলেন তার বড় ভাই মাহমুদুন্নবী মারুফ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সদর উপজেলার ভোগডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, তারা ব্যক্তিগত কাজে ভোগডাঙ্গা যাচ্ছিলেন। চলন্ত অবস্থায় মাহমুদুন্নবীর পকেটে থাকা Tecno Spark 40 Pro মডেলের মোবাইল ফোনটি হঠাৎ অস্বাভাবিকভাবে গরম হয়ে যায়। কিছুক্ষণ পরই হঠাৎ বিকট শব্দে ফোনটি বিস্ফোরিত হয়। এবং পলাশ ইসলামের গায়ে আগুনের ছিটে লাগলে তার উরুতে আঘাত ও দগ্ধ হয়।

পলাশ জানান, ফোনটা পকেটে রেখেছিলাম, হঠাৎ গরম হয়ে যায়। ভাবছিলাম স্বাভাবিক ব্যাপার, কিন্তু কিছুক্ষণ পরই ‘টেকনো স্পার্ক ৪০ প্রো’ ফোনটি বিস্ফোরণ হয়। এবং আমার উরুতে আগুনের ছিটে লাগে।

স্থানীয়রা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং এ ধরনের মোবাইল ব্যবহারে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ জানুয়ারি ভোলায় তানভীর হোসেন নামের এক যুবক প্রাইভেট পড়ে বাইকে বাসায় ফেরার পথে প্যান্টের পকেটে থাকা Infinix Hot 50 Pro Plus মোবাইল বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যুবকের শরীরে অনেক অংশ পুড়ে যায়। 

পাঠকের মন্তব্য