ইউআইইউতে ‘লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ’ প্রতিযোগীতার দ্বিতীয় সাইকেলের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২০ অক্টোবর, ২০২৫
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এর প্রকল্প ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইইডি) দ্বারা পরিচালিত ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম’র (ইউআইএইচপি) যৌথ উদ্যোগে নতুন স্টার্টআপ উদ্ভাবন প্রতিযোগীতা ‘লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ’ এর দ্বিতীয় সাইকেলের গ্রান্ড ফিনালে গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এসময় উপস্থিত ছিলেন ইউআইইউ’র এমএসসিএসই প্রোগ্রাম ও আইরিক’র পরিচালক এবং ইউআইইউ ইনোভেশন হাবের ফোকাল পয়েন্ট প্রফেসর ড. খন্দকার আব্দুল্লাহ-আল মামুন জনাব এবং বিএইচটিপিএ’র প্রকল্প ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট’র (ডিইআইইডি) প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, মো. সিদ্দিকুর রহমান।
এই প্রতিযোগীতার দ্বিতীয় সাইকেলে মোট ২৩ টি দলেকে তিন মাস ধরে উদ্ভাবনের নানা পরামর্শ এবং নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়। যাতে করে তারা উদ্যোক্তা হওয়ার মৌলিক বিষয়গুলি সম্পর্কে ধারণা, যাচাইকরণ এবং ব্যবসায়িক মডেল ডিজাইন থেকে শুরু করে আর্থিক ব্যবস্থাপনা এবং বিনিয়োগকারীসহ বিভিন্ন বিষয় সম্পর্কে সঠিক নির্দেশনা পাই। ফাইনালে অংশগ্রহণকারী দলগুলির মধ্যে ধারণার যোগ্যতা, ব্যবসায়িক সম্ভাব্যতা, বাজার অবস্থান এবং দলের সমন্বয়ের ভিত্তিতে আর্থিক তহবিল হিসেবে সর্বমোট ৭,৫০,০০০ টাকা (সাত লক্ষ পঞ্চাশ হাজার) প্রদান করা হয়।
ফাইনালের জুরি সদস্যরা ছিলেন - ডিইআইইডি থেকে জনাব আবদুল্লাহ আল মামুন, ইউআইইউ থেকে প্রফেসর ড. খন্দকার আব্দুল্লাহ-আল মামুন, তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে জনাব মো. নিজামুল আলম এবং বিএইচটিপিএ থেকে ডিইআইইডি’র সহকারী প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো: মাহাবুল আলম। তাদের উপস্থিতি বাংলাদেশের উদ্ভাবন ও অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকার, শিক্ষাবিদ এবং ইন্ডাস্ট্রির মধ্যে সহযোগিতার প্রতিফলন ঘটে।
ইনোভেশন কোহর্ট ৪ -এ চ্যাম্পিয়ন হয় ‘গ্রোব্র্যান্ডলি’ দল, তাদের ইন্টারেক্টিভ গ্যামিফিকেশন প্ল্যাটফর্ম ফর মার্কেটিং অ্যাক্টিভিটির জন্য প্রি-সিড ফান্ড হিসেবে ৪৫,০০০ টাকা প্রদান করা হয়। ইনোভেশন কোহর্ট ৫ -এ চ্যাম্পিয়ন হয় ‘নিউরোপাইলট’, তাদেও যুগান্তকারী আবিষ্কারের জন্য প্রি-সিড ফান্ড হিসেবে ৮০,০০০ টাকা প্রদান করা হয়। ইনোভেশন কোহর্ট ৬ -এ সত্যিকারের বন্ধুত্বের পরিচয় দেয় এবং ফলস্বরূপ, টেক উদ্যোক্তাদের প্রতি তাদের নিষ্ঠার জন্য দুই দলকে চ্যাম্পিয়ন করে প্রি-সিড ফান্ড হিসেবে ৬০,০০০ টাকা প্রদান করা হয়। চ্যাম্পিয়নের মধ্যে একটি ইউআইইউ দল ‘স্পেন্ডো এআই’, যারা একটি এআই-চালিত অ্যাকাউন্টিং এবং আর্থিক ব্যবস্থাপনা সমাধান পোর্টালের উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং অপরটি ইউআইটিএস’র দল ‘অ্যাল্ডিয়ানস’ - যারা টেরানোভা - একটি এআই-চালিত রিয়েল এস্টেট প্রপার্টি পোর্টাল নামে একটি প্রকল্প তৈরি করে।
উক্ত প্রতিযোগীতাটি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে শিক্ষার্থী ও গবেষকদের ক্ষমতায়ন লক্ষ্যে কাজ করবে। এছাড়াও প্রোগ্রামটি মানসম্পন্ন শিক্ষার জন্য উদ্ভাবনকে লালন করার এবং প্রযুক্তি-সক্ষম ভবিষ্যতের জন্য প্রস্তুত একটি টেকসই অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।