বিশ্বকাপের প্রস্তুতি নিতে হবে, তাই স্থগিত ফ্র্যাঞ্চাইজি লিগ

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ২০২৫ মৌসুমের খেলা এই বছর মাঠে গড়াবে না বলে জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। মেগা টুর্নামেন্টটির জন্য ভালোভাবে প্রস্তুতির লক্ষ্যে এলপিএল স্থগিত করা হয়েছে এক বিবৃতিতে জানায় এসএলসি।

শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি লিগটি আগামী ২৭ নভেম্বার থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে হওয়ার কথা ছিল। যেখানে ভেন্যু হিসেবে ব্যবহৃত হতো কলম্বো, ক্যান্ডি ও ডাম্বুলা। তবে নভেম্বর-ডিসেম্বর উইন্ডোর বাইরে অন্য সময় বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। তারা মূলত বিশ্বকাপের আগে টুর্নামেন্টের ম্যাচ আয়োজন করবে এমন ভেন্যু পুরোপুরি প্রস্তুত ও উপযুক্ত রাখতে চায়।

আইসিসির নীতিমালা অনুসারে– আসন্ন ২০ দলের অংশগ্রহণে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রতিটি মাঠ যেন আয়োজকদের পক্ষ থেকে সব চাহিদা পূর্ণ করে। আর মেজর টুর্নামেন্ট আয়োজনে স্টেডিয়ামগুলো আরও উন্নত ও সুযোগ-সুবিধা বাড়াতে কিছু কাঠামোগত পরিবর্তন প্রয়োজন বলে মনে করছে এসএলসি। বর্তমানে চলমান নারী বিশ্বকাপের ১১টি ম্যাচ আয়োজন করছে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম। ফলে সেখানে শুরু হওয়া সংস্কার কাজ এই মুহূর্তে স্থগিত রয়েছে। এসব ম্যাচ শেষ হলেই ফের শুরুর কথা রয়েছে সংস্কার কার্যক্রম।

এর আগে এলপিএলের সর্বশেষ দুই মৌসুম মাঠে গড়িয়েছিল জুলাই-আগস্টে। ২০২৬ বিশ্বকাপের আগমুহূর্তে উইন্ডো এবার পিছিয়ে দেওয়া উপযুক্ত বলে প্রাথমিকভাবে মনে করেছিল এসএলসি। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির নতুন আসর দিয়ে দলের সংখ্যা বাড়ানোর কথা ছিল। কলম্বো, গল, ক্যান্ডি, ডাম্বুলা ও জাফনার ফ্র্যাঞ্চাইজি এতদিন অংশ নিয়ে আসছিল গত ৫ মৌসুমে। ষষ্ঠ দল বাছাইয়ে লঙ্কান লিগটির কর্তৃপক্ষ আলোচনা শুরু করেছে বলেও উল্লেখ করে ইএসপিএন ক্রিকইনফো।

এখন পর্যন্ত এলপিএলে সর্বোচ্চ আসরে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংস। তাদের পাশাপাশি কলম্বো স্ট্রাইকার্সকে চুক্তিভিত্তিক নীতিমালা লঙ্ঘনের দায়ে বাদ দিয়েছে এসএলসি। জাফনা ও কলম্বো ফ্র্যাঞ্চাইজির নতুন মালিক এখনও ঘোষণা করা হয়নি।

পাঠকের মন্তব্য