নর্থ সাউদ বিশ্ববিদ্যালয়ে ইস্টার্ন ব্যাংকের উদ্দোগে 'ইবিএল ক্যাম্পাস কানেক্ট' বিষয়ে সেমিনার

ইস্টার্ন ব্যাংক (ইবিএল) সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) “ইবিএল ক্যাম্পাস কানেক্ট: ব্যাংকিংয়ে নতুন প্রজন্মকে প্রেরণা” শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করেছে। এই সেমিনারের মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিং ও আর্থিক সচেতনতা বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান এবং নিজেদের আর্থিক ভবিষ্যতের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারার সক্ষমতা বৃদ্ধি।

সেমিনারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের  বিভিন্ন বিভাগের ৩০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ইবিএল ও বাংলাদেশ ব্যাংকের বক্তারা শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন,  এবং কিভাবে কাঠামোগত আর্থিক পরিকল্পনার মাধ্যমে তারা তাদের ভবিষ্যত লক্ষ্য অর্জন করতে পারেন সে ব্যাপারে পরামর্শ প্রদান করেন।

ইবিএল একটি অডিও-ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে ব্যাংকের ‘কর্পোরেট ওভারভিউ এবং স্টুডেন্ট ব্যাংকিং’ সেগমেন্টের তথ্য তুলে ধরে। মূল বক্তব্যের পর একটি প্রশ্নোত্তর পর্ব আয়োজন করা হয়। ইবিএল প্রতিনিধিরা ব্যাংকিং সার্ভিস, স্টুডেন্ট ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এবং ব্যাংকিং ক্যারিয়ার বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের বিশদ ব্যাখ্যা প্রদান করেন।

ইবিএলের প্রতিনিধিরা ছাত্রছাত্রীদের আর্থিক লক্ষ্য অর্জনে সহায়তার জন্য উদ্ভাবিত বিভিন্ন যুবকেন্দ্রিক ব্যাংকিং সলিউশন যেমন ক্যাম্পাস অ্যাকাউন্ট, স্টুডেন্ট ফাইল এবং এডু সেভিংস প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তরভুক্তি বিভাগের অতিরিক্ত পরিচালক আবেদা রহিম, নর্থ সাউদ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স এর অধ্যাপক ও ডিন ড. এ.কে.এম. ওয়ারেসুল করিম, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ড. এফ.জে. মোহাইমেন; ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এস এম ই-ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং লাইয়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শারমিন আতিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ক্যাপশনঃ ইস্টার্ন ব্যাংক সম্প্রতি রাজধানীর নর্থ সাউথ বিশবিদ্যালয়ে  “ইবিএল ক্যাম্পাস কানেক্ট: ব্যাংকিংয়ে নতুন প্রজন্মকে প্রেরণা” শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তরভুক্তি বিভাগের অতিরিক্ত পরিচালক  আবেদা রহিম, নর্থ সাউদ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স এর অধ্যাপক ও ডিন  ড. এ.কে.এম. ওয়ারেসুল করিম, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ড. এফ.জে. মোহাইমেন; ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং লাইয়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শারমিন আতিককে সেমিনারের একটি ফটো সেশনে দেখা যাচ্ছে।

পাঠকের মন্তব্য