হারে টি-২০ সিরিজ শুরু বাংলাদেশের

শুরু ও শেষটায় ভালো ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটিতে পাওয়া ৫৯ রানের ভিত্তির ওপর দাঁড়িয়ে শেই হোপ ও রোভম্যান পাওয়েল শেষটায় ঝড়ো ব্যাটিং করেন। তাদের ব্যাটে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে ক্যারিবীয়রা। জবাবে পাওয়ার প্লেতে ৪ উইকেট হারানো বাংলাদেশ দুই বল থাকতে ১৪৯ রানে অলআউট হয়েছে। ১৬ রানের হারে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করেছে। 

সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ভালো শুরু পাওয়া দলটির ওপেনার আথানজেকে ফিরিয়ে ব্রেক থ্রু দেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনি ২৭ বলে ৩৪ রান করেন। চারটি চার ও একটি ছক্কা মারেন। 

ইনিংসের ১৩তম ওভারে পরপর ব্রেন্ডন কিং এবং শেরফান রাদারফোর্ডকে তুলে নেন তাসকিন আহমেদ। ওপেনার কিং ৩৬ বলে দুই ছক্কা ও এক চারে ৩৪ রান করেন। তবে তিনে নামা শেই হোপ ২৮ বলে ৪৬ রানের হার না মানা ইনিংস খেলে দলকে এগিয়ে নেন। চারটি ছক্কা ও একটি চার মারেন তিনি। শুরুতে সুবিধা করতে না পারলেও শেষটায় রোভম্যান পাওয়েল ২৮ বলে ৪৪ রানের ইনিংস খেলে পুষিয়ে দেন। তার ব্যাট থেকে চারটি ছক্কা ও একটি চার আসে।

জবাবে নেমে বাংলাদেশ ৫.৪ ওভারে ৪১ রানে ৪ উইকেট হারায়। দারুণ শুরু করলে তানজিদ তামিম ৫ বলে ১৫ করে আউট হন। পরেই লিটন দাস (৫) এবং ওপেনার সাইফ হাসান (৮) আউট হন। ভরসা দিতে পারেননি শামীম হোসেনও (১) কিংবা নুরুল হাসান (৫)। একপ্রান্ত ধরে রাখা তাওহীদ হৃদয় দলের ৭৭ রানে ফিরলে জয়ের আশা শেষ হয়। তিনি ২৫ বলে ২৮ রান করেন।

তানজিম সাকিব ও নাসুম আহমেদের ছোট ছোট ইনিংসে হারের ব্যবধান কিছুটা ছোট হয়েছে। তানজিম ২৭ বলে দলের পক্ষে সর্বাধিক ৩৩ রানের ইনিংস খেলেন। তিনি তিনটি চার ও একটি ছক্কা মারেন। নাসুম তিন চার ও এক ছক্কায় ১৩ বলে ২০ রান করে ফিরে যান। তাসকিন ১০ ও মুস্তাফিজ ১১ রান করেন। 

বল হাতে উইকেট না পেলেও বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ ও পেসার মুস্তাফিজ দারুণ বোলিং করেছেন। নাসুম ৪ ওভারে ১৫ ও মুস্তাফিজ ২৪ রান দেন। রিশাদ হোসেন ৪ ওভারে ৪০ রান দিয়ে একটি ও তাসকিন সমান ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। তানজিম সাকিব ৪ ওভারে ৪৭ রান হজম করেছেন। ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডার ও জাইডেন সিলস ৪ ওভারে যথাক্রমে ৩১ ও ৩২ রান দিয়ে তিনটি করে উইকেট তুলে নেন। স্পিনার আকিল হোসেন ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ২ উইকেট।

পাঠকের মন্তব্য